PBKS vs MI, IPL 2023 Live: সূর্যকুমার-ঈশানের দুরন্ত অর্ধশতরানে ভর করে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2023, Match 46, PBKS vs MI: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার পাঞ্জাব ও মুম্বই একে অপরের মুখোমুখি হয়েছে। ২ দলই ১৫টি করে ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 03 May 2023 11:15 PM
PBKS vs MI Live: মুম্বইয়ের দুরন্ত জয়

মুম্বইয়ের হয়ে দুরন্তভাবে ম্যাচ ফিনিশ করলেন টিম ডেভিড ও তিলক ভার্মা। ডেভিড ১০ বলে ১৯ ও তিলক ১০ বলে ২৬ রানে অপরাজিত রইলেন। সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল পল্টনরা।

PBKS vs MI Live Score: জয়ের পথে অগ্রসর মুম্বই

জয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২০৩/৪। জয়ের জন্য ১২ বলে আর ১২ রানের প্রয়োজন।

PBKS vs MI Live: বিরাট বড় ওভার

স্যাম কারানের বিরুদ্ধে এক ওভারে ২৩ রান তুললেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালভাবেই এগোচ্ছে পল্টনরা। ১৩ ওভারে তাঁদের স্কোর ১৩৮/২। ম্যাচ জিততে আর ৭ ওভারে ৭৭ রানের প্রয়োজন। ঈশান ৫৭ ও সূর্য ৫২ রানে ব্যাট করছেন।  

PBKS vs MI Live Score: ছন্দে ঈশান

মুম্বইয়ের হয়ে রোহিত ব্যর্থ হলেও, ঈশান কিষাণ কিন্তু বেশ ছন্দেই রয়েছেন। তিনি আপাতত ৩১ রানে ব্যাট করছেন। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৭৭/২। 

PBKS vs MI Live: শুরুতেই ধাক্কা

পাঞ্জাবের হয়ে বল হাতে শুরুটা দুর্দান্তভাবে করলেন ঋষি ধবন। প্রথম ওভারেই শূন্য রানে রোহিতকে ফেরত পাঠালেন ঋষি। প্রথম ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৫/১।

PBKS vs MI Live Score: পাঞ্জাবের ইতিহাস

জীতেশ-লিভিংস্টোনের সুবাদে ২০ ওভারে ২১৪/৩ রান তুলল পাঞ্জাব কিংস। প্রথম দল হিসাবে পরপর চার ম্যাচে দুইশো রান করল পাঞ্জাব।

PBKS vs MI Live: দু'শো রানের গণ্ডি পার

১৯তম ওভারে জোফ্রা আর্চারের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন লিভিংস্টোন। মাত্র ৪৬ বলে শতরানের পার্টনারশিপ পূর্ণ হল। ওভার থেকে মোট ২৭ রান উঠল। পাঞ্জাবের বর্তমান স্কোর ২০৫/৩। লিভিংস্টোন ৭৫ ও জীতেশ ৪৭ রানে ব্যাট করছেন। 

PBKS vs MI Live Score: বড় রানের পথে অগ্রসর পাঞ্জাব

পাঞ্জাবকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিভিংস্টোন ও জীতেশ ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৫২/৩। জীতেশ ২৬ ও লিভিংস্টোন ৪৯ রানে ব্যাট করছেন। ইতিমধ্যেই ২৪ বলে দুইজন অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ করে ফেলেছেন।

PBKS vs MI Live: শুরু থেকেই আগ্রাসী জীতেশ

১২তম ওভারে ম্যাট শর্টকে ২৭ রানে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য পান পীযূষ চাওলা। তবে তারপরের ওভারেই জোফ্রা আর্চারের বিরুদ্ধে ২১ রান তোলে কিংসরা। ব্যাটে নেমেই ধুঁয়াধার ফর্মে দেখাচ্ছে জীতেশ শর্মাকে। তিনি ১৫ রানে ব্যাট করছেন, লিভিংস্টোন খেলছেন ২৮ রানে। ১৩ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১২০/৩।

PBKS vs MI Live Score: পাঞ্জাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিভিংস্টোন-শর্ট

৩০ রানে সেট শিখর ধবনের উইকেট হারানো সত্ত্বেও পাঞ্জাবের ইনিংসকে কিন্তু বেশ ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন লিভিংস্টোন ও শর্ট। ১০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৭৮/২। শর্ট ২৪ ও লিভিংস্টোন ১১ রানে ব্যাট করছেন।

PBKS vs MI Live: অর্ধশতরান পূর্ণ

পাওয়ার প্লের ছয় ওভারে এক উইকেট হারালেও ধবন ও ম্যাট শর্টের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে অর্ধশতরানের গণ্ডি পার করল পাঞ্জাব। ৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ৫০/১। ধবন ২৩ ও শর্ট ১৮ রানে ব্যাট করছেন। 

PBKS vs MI Live Score: প্রথম সাফল্য়

ইনিংসের দ্বিতীয় ওভারে প্রভসিমরণ সিংহকে ৯ রানে সাজঘরে ফিরিয়ে আর্শাদ খান মুম্বইকে প্রথম সাফল্য এনে দিলেন। ২ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৭/১।

PBKS vs MI Live: টস জিতল মুম্বই

মুম্বইয়ের ইন্ডিয়ান্সের জার্সিতে নিজের ২০০তম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।

প্রেক্ষাপট

মোহালি: ঘরের মাঠে আজ আইপিএলে (IPL 2023) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুটো দলই তাঁদের শেষ ম্যাচ জিতে আজকে মাঠে নামতে চলেছে। পাঞ্জাব সিএসকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাদের শেষ ম্যাচে। দুশোর ওপর রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছে প্রীতি জিন্টার (Preety Jinta) দল। অন্য়দিকে, মুম্বই ইন্ডিয়ান্সও দু'শোর ওপর রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে। 



কী বলছে পরিসংখ্যান?


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার পাঞ্জাব ও মুম্বই একে অপরের মুখোমুখি হয়েছে। ২ দলই ১৫টি করে ম্যাচ জিতেছে। আজ মোহালির পিচে খেলা হবে। এই মাঠেও কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। মোট ৮ বার দুটো দল আমনে সামনে হয়েছে পিসিএ স্টেডিয়ামে। এখানেও চারবার করে জিতেছে পাঞ্জাব ও মুম্বই। আজ ঘরের মাঠে ম্যাচ জিতে পাঞ্জাবের সামনে সুযোগ মুম্বইকে টেক্কা দেওয়ার।


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস তাঁদের ঘরের মাঠে মোট ৫৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৩১টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। ২৮ ম্যাচে হারতে হয়েছে তাঁদের। চলতি আইপিএলে গত ২৩ এপ্রিল ২ দল প্রথম পর্বের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অর্শদীপ সিংহের দুর্দান্ত শেষ ওভারের ওপর ভর করে মুম্বইকে ১৩ রানে হারিয়ে দেয় পাঞ্জাব।


এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। অন্য়দিকে ৮ ম্যাচ খেলে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। পাঞ্জাবের নেতৃত্বভার সামলাচ্ছেন শিখর ধবন। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ২ জনে ওপেনিং পার্টনার ছিলেন। রোহিত এখন ভারতীয় দলের অধিনায়ক হলেও ধবন জাতীয় দলের গ্রহ থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। তবে আজ ২ বন্ধুর সম্মুখ সমরে হওয়ার পালা। 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.