PBKS vs RCB, IPL 2023 Live: ঘরের মাঠে হার পাঞ্জাবের, ২৪ রানে জয় আরসিবির
IPL 2023, Match 27, PBKS vs RCB: আজরকের ম্যাচ জিতলে লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের সঙ্গে যুগ্মভাবে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়ে যাবে পাঞ্জাব কিংস।
২৪ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল আরসিবি।
সিরাজের বলে বোল্ড হয়ে গেলেন হরপ্রীত ব্রার।
ওয়েন পার্নেলের বলে ৪৬ রান করে এবার আউট হলেন প্রভসিমরন সিংহ।
আবার উইকেটের পতন। এবার স্যাম কারান রান আউট হয়ে ফিরলেন।
৪ উইকেট খোয়ালো পাঞ্জাব। রান আউট হলেন হরপ্রীত সিংহ।
রান তাড়া করতে নেমে ৩ উইকেট খুইয়ে ফেলেছে পাঞ্জাব কিংস।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান বোর্ডে তুলল আরসিবি। সেঞ্চুরি পার্টনারশিপ বিরাট-ফাফের।
৮৪ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন ফাফ ডু প্লেসি। নাথান এলিসের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি।
পরপর ২ উইকেটের পতন। বিরাটের পর আউট হলেন ম্যাক্সওয়েলও। শূন্য রানেই প্য়াভিলিয়নে ফিরলেন তিনি।
বিরাট কোহলির অর্ধশতরান। ৪০ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে হাফ সেঞ্চুরি হাঁকালেন কোহলি।
১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১০৮ রান তুলে নিল আরসিবি।
দুরন্ত ফর্মে রয়েছেন ফাফ ডু প্লেসি। পাঞ্জাবের বিরুদ্ধে হাঁকালেন অর্ধশতরান।
৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬৩ রান তুলে নিল আরসিবি।
৩ ওভার শেষে আরসিবির স্কোর ২২/০। বিরাট কোহলি ১৯ ও ফাফ ডু প্লেসি ২ রানে ব্যাট করছেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাব কিংসের। আজ আরসিবির নেতৃত্বে বিরাট কোহলি, আর পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান। দুই দলের দুই অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও শিখর ধবন, কেউই আজ খেলছেন না।
প্রেক্ষাপট
মোহালি: মোহালিতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের মুখোমুখি পাঞ্জাব কিংস। গত ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে পাঞ্জাব, এই ম্যাচ জিতলে লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের সঙ্গে যুগ্মভাবে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়ে যাবে পাঞ্জাব। অপরদিকে, গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের পর জয়ে ফিরতে মরিয়া হবে আরসিবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -