PBKS vs RR, IPL 2023 Live: আইপিএল থেকে ছিটকে গেল পাঞ্জাব, ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল রাজস্থান
IPL 2023, Match 66, PBKS vs RR: কেবলমাত্র গুজরাত টাইটান্সই (Gujarat Titans) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। অপরদিরকে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
ABP Ananda Last Updated: 19 May 2023 11:25 PM
প্রেক্ষাপট
আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের লড়াই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখনও পর্যন্ত কেবলমাত্র গুজরাত টাইটান্সই (Gujarat Titans) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। অপরদিরকে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস...More
আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের লড়াই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখনও পর্যন্ত কেবলমাত্র গুজরাত টাইটান্সই (Gujarat Titans) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। অপরদিরকে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। এই তিন দল বাদে প্লে-অফের তিন জায়গা দখলের লড়াইয়ে এখনও সাতটি দল রয়েছে। আজ মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (PBKS vs RR)।রাজস্থান (Rajasthan Royals) ও পাঞ্জাব (Punjab Kings) দুই দলের দখলেই ১৩ ম্যাচে আপাতত ১২ পয়েন্ট রয়েছে। আজকের এই ম্যাচে যে দল পরাজিত হবে সেই দল প্লে-অফের লড়াই থেকে অবধারিতভাবেই ছিটকে যাবে।অবশ্য জিতলেও যে প্লে-অফে পৌঁছনো পাকা, তেমনটা নয়, তবে জয়ী দলের প্লে-অফে পৌঁছনোর আশা টিকে থাকবে।হেড-টু-হেডএখনও পর্যন্ত আইপিএলে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলির মধ্যে রাজস্থান ১৪টি ম্যাচে জয় পেয়েছে, সেখানে পাঞ্জাব কিংস ১১টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসই। তবে এ মরসুমে দুই দলের প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসকে পরাজিত করে। পিচ পরিস্থিতিহিমাচল প্রদেশের স্টেডিয়ামে বরাবরই ব্যাটাররা সুবিধা পায়। আজকের ম্যাচেও লড়াই করার জন্য দু'শোর আশেপাশে রান করতেই হবে প্রথমে ব্যাট করা দলকে। যেহেতু রাতের দিকে শিশিরের প্রভাব বাড়তে পারে, তাই টস জিতে দুই দলের অধিনায়কই প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে পারেন।পরিবেশআজ রাতে ধর্মশালার পরিবেশ ক্রিকেটের জন্য একেবারেই আদর্শ থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে।চোট আঘাতদুই দলের কোনও তারকারই চোট আঘাতের তেমন কোনও সমস্যা নেই। তবে ম্যাচে রাজস্থান নিজেদের একাদশে বদল ঘটাতে পারে। সুইং সহায়ক পরিবেশে অ্যাডাম জাম্পার বদলে ট্রেন্ট বোল্ট দলে সুযোগ পেতে পারেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
PBKS vs RR Live Score: জয় রাজস্থানের
২ বল বাকি থাকতে জয় রাজস্থানের।