করাচি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে খালিদ লতিফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করল পিসিবি। একইসঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই ঘোষণা করেছে পিসিবি-নিযুক্ত তিন সদস্যের ট্রাইব্যুনাল। খালিদের আইনজীবী বদর আলম অবশ্য দাবি করেছেন, ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাঁরা এই সিদ্ধান্ত মানছেন না। ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।
পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে গত মাসে অপর এক ক্রিকেটার শার্জিল খানকেও ৫ বছর নির্বাসিত করেছে পিসিবি-র দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনাল। শার্জিলের নির্বাসনের মেয়াদের অর্ধেক স্থগিত রাখা হয়েছে। তবে খালিদ ট্রাইব্যুনালের শুনানিতে হাজির না হওয়ায় এবং তাঁর আইনজীবী ট্রাইব্যুনাল গঠনের বিরোধিতা করে লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় এই ক্রিকেটারের প্রতি বিন্দুমাত্র নরম মনোভাব দেখায়নি পিসিবি। সাজা কমানোর বদলে বাড়ানোর আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পিসিবি-র আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভি।
পিএসএল-এ স্পট-ফিক্সিং: ৫ বছর নির্বাসিত খালিদ লতিফ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Sep 2017 03:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -