বিসিসিআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে পিসিবি
Web Desk, ABP Ananda | 31 Dec 2016 03:21 PM (IST)
করাচি: ২০১৪ সালে চুক্তি হওয়া সত্ত্বেও দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় এবার বিসিসিআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে পিসিবি। বোর্ড অফ গভর্নর্স আইনি পথে হাঁটার অনুমোদন দিয়েছে। ফলে বিপুল আর্থিক ক্ষতি হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে পিসিবি। বোর্ড অফ গভর্নর্সের বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন, ‘আমরা খুব তাড়াতাড়ি আইনি পরামর্শ নেব। ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু একটিও সিরিজ হয়নি। আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণেই আইনি ব্যবস্থা নিচ্ছি।’ পিসিবি-র এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি বলেছেন, ‘আইসিসি এই চুক্তির বিষয়ে সব জানে। আমরা আইনি পরামর্শ নিচ্ছি। এতদিন বিসিসিআই চুক্তিভঙ্গ করলেও, আমরা ধৈর্য ধরে ছিলাম। কিন্তু আমরা আর আর্থিক ক্ষতি মেনে নিতে পারছি না।’ ২০০৭ সালের পর থেকে ভারত-পাক সিরিজ হয়নি। পিসিবি বারবার দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে সওয়াল করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ার কথা উল্লেখ করে সিরিজের সম্ভাবনা খারিজ করে দিয়েছে বিসিসিআই। পিসিবি কর্তাদের বক্তব্য, চুক্তি করার আগে ভাবা উচিত ছিল বিসিসিআই-এর। এখন চুক্তিভঙ্গ করার দায় নিতে হবে।