করাচি: ফের ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সরব পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা নিয়ে আলোচনা করতে চাইছে পিসিবি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এ বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারত-পাক সিরিজ হওয়ার কথা রয়েছে। সে বিষয়টিই আইসিসি-র বৈঠকে তুলবে পিসিবি। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে পিসিবি।


২০০৭ সালের পর থেকে ভারত-পাক সিরিজ হয়নি। এর ফলে পিসিবি-র বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এ কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার দাবি জানাচ্ছে পিসিবি। কিন্তু বিসিসিআই এখনও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার বিষয়ে সম্মতি জানায়নি। বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে আইসিসি-র উপর চাপ সৃষ্টি করছে পিসিবি। তারা এবার সেই চাপ বাড়ানোর কৌশল নিয়েছে।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন, ‘আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু তার আগে আগামী মাসে আইসিসি-র বৈঠকে নভেম্বর-ডিসেম্বরে ভারতের সঙ্গে প্রস্তাবিত সিরিজের বিষয়টি উত্থাপন করতে চাই।’

২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি হয়। কিন্তু তারপরেও সিরিজ শুরু হয়নি। এ বিষয়ে বিসিসিআই-এর বর্তমান আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন পিসিবি প্রধান। তাঁর দাবি, চুক্তি অনুযায়ী, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দুটি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেই সিরিজ হয়নি। ফলে পিসিবি-র বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণেই আইসিসি-র বৈঠকে সরব হওয়ার পাশাপাশি আইনি পথও খোলা রাখছে পিসিবি।

ভারত-পাক সিরিজ শুরু করার দাবি জানালেও, দু দেশের কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধরে নিয়েছে পিসিবি। সেই কারণেই নভেম্বর-ডিসেম্বরে সিরিজের বিষয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কথা বলছে পিসিবি।