নয়াদিল্লি: মতান্তরে তিনি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে জিতেছেন রেকর্ড তিন বিশ্বকাপ, রয়েছে হাজারের অধিক গোল করার কৃতিত্ব। সেই পেলে (Pele) এবার অভিধানে স্থান পেলেন। ব্রাজিলের এক অভিধানে পেলে শব্দটি বিশেষণ হিসাবে জায়গা করে নিয়েছে। পেলে শব্দটির মানে 'অতুলনীয়', 'অনন্য', 'ব্যতিক্রমী' নির্ধারিত করা হয়েছে। বুধবার মিখাইলিস অভিধানের তরফে এটি ঘোষণা করা হয়েছে।


অমর পেলে


এক উদ্যোগ মারফত প্রায় ১.২৫ লাখ মানুষের স্বাক্ষর নিয়ে, তাঁদের সম্মতিক্রমেই কিংবদন্তি পেলেকে সম্মান জানাতে, পেলে শব্দটিকে অভিধানে জায়গা করে দেওয়া হল। গত ডিসেম্বরেই ৮২ বছর বয়সে দীর্ঘদিন অসুস্থতার পরই পরলোক গমন করেন পেলে। ক্রীড়াক্ষেত্র বাদেও চিরতরে তিনি যেন অমর হয়ে থাকেন, সেটা নিশ্চিত করেই অভিধানে পেলে শব্দটির অন্তর্ভুক্তির এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।


 






আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?


কুস্তিগীরদের পাশে নীরজ


দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় বার্তা দিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, 'এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।'


কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি কপিল দেবও। তিনি তাঁর সোশ্য়াল মিডিয়ায় স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ''তাঁরা কি কখনও সুবিচার পাবেন?''


আরও পড়ুন: 'আমি ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫ বছর বয়সি যুবক', হঠাৎ কেন এমন বললেন সচিন?