নয়াদিল্লি: ব্র্যান্ড ভ্যালু কমছে ক্যাপ্টেন কুলের? ভারতের একদিন ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ১১ বছরের চুক্তি থেকে বেরিয়ে এল পেপসিকো। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলের বক্তব্য, ধোনির পারফরম্যান্সের গ্রাফ নিচে নামাপ সঙ্গে সঙ্গে তাঁর ব্র্যান্ড ভ্যালুও কমছে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর মাহির মার্কেট ভ্যালু ক্রমশ নিম্নগামী।
২০০৫ থেকে পেপসি কোলা এবং লেজ চিপসের অনডোর্স করছেন ধোনি। কিন্তু এবার সেই সম্পর্ক ছিন্ন করল কোম্পানি। পেপসিকোর কাছে এনডোর্সমেন্টের জন্য এখন বিরাট কোহলি, রণবীর সিংহ এবং পরিণীতি চোপড়ার মতো তারকা রয়েছেন।
ফোর্বস ম্যাগাজিন অনুসারে ২০১৬ পর্যন্ত ধোনি ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে ২৭ মিলিয়ন ডলার আয় করেছেন । আর এক্ষেত্রে বিশ্বের ক্রীড়া তারকাদের তালিকাতেই রয়েছেন ধোনি।কিন্তু এখন ১৮ টি কোম্পানির পরিবর্তে ধোনির কাছে রইল ১০ কোম্পানির এনজডোর্সমেন্ট।
ধোনির সঙ্গে ১১ বছরের চুক্তি ছিন্ন করল পেপসিকো
ABP Ananda, web desk
Updated at:
29 Aug 2016 05:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -