ব্রিজটাউন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে চলতি তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বড়সড় দুর্ঘটনা ঘটল। এই টেস্টে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে অলআউট করে দিয়েছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮১ রান তুলে কঠিন পরিস্থিতিতে রয়েছে শ্রীলঙ্কা। এখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৬৩ রান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে নিতে হবে ৫ উইকেট।
গতকাল তৃতীয় দিন ম্যাচের রঙ ক্রমাগত পাল্টে যাওয়ার মধ্যেই ওই মারাত্মক দুর্ঘটনা ঘটল। শ্রীলঙ্কার খেলোয়াড় কুশল পেরেরা বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর জখম হলেন। চোট এতটাই গুরুতর যে মাঠেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।




পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়, কুশল পেরেরার চোট গুরুতর নয়।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে রান তখন ৯ উইকেটে ৮২। ২৯ তম ওভারে স্পিনার দিলরুয়ান পেরারর বলে শ্যানন গ্যাব্রিয়েল লং অন উঁচু শট খেলেন। সেখানে ফিল্ডিং করছিলেন কুশল পেরেরা। ক্যাচ ধরতে তিনি তত্পর হন। একহাতে একটা দুর্দান্ত ক্যাচ প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু যে গতিতে তিনি ছুটে এসেছিলেন, তা আর সামলাতে পারলেন না। বাউন্ডারি লাইনের বাইরে বিজ্ঞাপন বোর্ডের ওপর হুড়মুড়িয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে আর নড়াচড়া করতেও পারছিলেন না তিনি। পুরো মাঠে আশঙ্কা ছড়িয়ে পড়ে।ছুটে আসেন শ্রীলঙ্কার দলের খেলোয়াড়রা। আসেন ফিজিও। এরপর অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি বিপন্মুক্ত।
শ্রীলঙ্কা ক্রিকেট টিম ম্যানেজার অশঙ্কা গুরুসিঙ্ঘের বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, এখন ঠিকই রয়েছে কুশল পেরার। কিন্তু ব্যাটিং করানোর আগে সকালে দেখতে হবে, কুশল কেমন রয়েছে।