লন্ডন: ইংল্যান্ডের সফরের আগে সে দেশে গতকাল সোমবার প্রথম অনুশীলনে নামল ভারতীয় দল। আর টিম কোহলিদের অনুশীলনে দেখা গেল তেন্ডুলকরকে। না, সচিন তেন্ডুলকর নয়। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরকে কোহলিদের নেটে বোলিং করতে দেখা গেল। কোহলি-ধোনিদের বোলিং করলেন বাঁহাতি পেসার অর্জুন।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কিছু টিপসও দিলেন ১৮ বছরের অর্জুনকে।
আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন অর্জুন। এই সফরের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ডব্বুভি রমন ও সনথ কুমারের তত্ত্বাবধানে হবে অনূর্দ্ধ ১৯ দলের শিবির। সেই শিবিরে যোগ দিতে দেশে ফিরতে হবে অর্জুনকে।
অর্জুনকে অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলে দুটি চারদিনের ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই তিনি।
গত এপ্রিলে ধর্মশালায় একমাস অনূর্দ্ধ ১৯ ক্রিকেটারদের শিবির হয়েছিল। ওই শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন।
ভারতীয় দলের নেটে প্রায়ই দেখা যায় অর্জুনকে। গত বছর ইংল্যান্ড টেস্ট দলের অনুশীলনেও বোলিং করেছিলেন তিনি। গত বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি কোহলি সহ ভারতীয় খেলোয়াড়দের অনুশীলনে বোলিং করেছিলেন।