কলকাতা: মেশিনে নয়, গোলাপি বলে সেলাই পড়েছে হাতে। আর সেই হাতে সেলাই করা গোলাপি বলেই খেলবে ভারত। এতে বিশেষ কী সুবিধা পাওয়া যাবে? বিসিসিআই সূত্রের খবর, বলের ওপর হাতে সেলাই করার কারণে পেস বোলাররা রিভার্স সুইংয়ের সুবিধা পাবে।



মিরুতের ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এসজি ভারত বনাম বাংলাদেশের মধ্যে হতে চলা দিনরাতের টেস্টের জন্য গোলাপি বল বানিয়েছে। এক একটি বল তৈরি করতে সময় লেগেছে কম করে সাত থেকে আট দিন। বিসিসিআই সূত্রের খবর, দিনরাতের খেলায় রিভার্স সুইংয়ে যেন কোনও সমস্যা না হয় সেকারণেই হাতে সেলাইয়ের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।


গোলাপি বল নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, “লাল বলের থেকে গোলাপি বল বেশি সুইং করে। আর সেকারণেই এই টেস্ট আরও উত্তেজক হতে চলেছে। ভারতীয় ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য এই টেস্ট একটি ল্যান্ডমার্ক হতে চলেছে।”


অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসানের বক্তব্য, গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা এর আগে হয়নি ঠিকই। তবে এই ম্যাচ নিয়ে তাঁরা একেবারেই চিন্তিত নন। তবে এই ম্যাচ নিয়ে যে তাঁদের মধ্যে আলাদা করে উত্তেজনা রয়েছে, তা আর লুকিয়ে রাখেননি মেহেদি। একই সঙ্গে তিনি এও বলেন, “লাল বলের থেকে গোলাপি বল বেশি সুইং করে। যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলে ক্রিজে গিয়ে সেট হওয়া। হ্যাঁ এটা ঠিক, গোলাপি বলে আমরা বিশেষ প্রস্তুতি নিতে পারেনি। তবে ম্যাচে নিজেদের ঘাটতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।”