গ্রেটার নয়ডা: গোলাপী বলে দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের আগে এবারের দলীপ ট্রফিতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করেছে বিসিসিআই। প্রথম ম্যাচে ইন্ডিয়া গ্রিনকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া রেড। তবে এই ম্যাচের পর গোলাপী বল নিয়ে ভিন্নমত দু দলের ক্রিকেটাররা। ইন্ডিয়া রেডের অধিনায়ক যুবরাজ সিংহ যখন গোলাপী বলের দরাজ প্রশংসা করে বলছেন, এই বল অনেক বেশি স্যুইং করছে, ঠিক তখনই রবিন উথাপ্পা আবার বলছেন, গোলাপী বলে রিভার্স স্যুইং পাওয়া যাচ্ছে না।


 

টেস্টে আরও বেশি দর্শক আকর্ষণ করার জন্যই দিন-রাতের টেস্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীপ ট্রফির প্রথম ম্যাচে প্রথম তিন দিনই ৮০০ থেকে ১,০০০ দর্শক খেলা দেখতে এসেছেন। অন্যান্যবারের তুলনায় এই সংখ্যাটা যথেষ্ট বেশি। এটা বিসিসিআই-এর কাছে উৎসাহজনক। তবে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে বল নিয়ে কিছুটা চিন্তা রয়েই যাচ্ছে। যদিও স্যুইং নিয়ে ভিন্নমত হলেও, সব ক্রিকেটারই বলছেন, গোলাপী বলের সিম প্রায় গোটা ম্যাচেই ভাল অবস্থায় থাকছে।

 

অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ গোলাপী বল নিয়ে বলেছেন, ‘গোলাপী বল পুরনো হয়ে যায় না। এসজি বলের চেয়ে এই বলে স্যুইং অনেক বেশি হয়। এটা দেখে ভাল লাগল।’

 

অভিজ্ঞ উইকেটকিপার পার্থিব পটেল ও উথাপ্পার মতে, গোলাপী বলের চকচকে ভাব নষ্ট না হওয়ায় রিভার্স স্যুইং পাওয়া যাবে না। তাছাড়া এই বল পিচে পড়ে দ্রুত ব্যাটসম্যানের দিকে আসছে বলে মনে করছেন পার্থিব। বলের রং মাঝেমধ্যে বদলে যাচ্ছে বলে মনে করছেন উথাপ্পা। তাঁর মতে, এই বদলের সঙ্গে তাঁদের মানিয়ে নিতে হবে।

 

দলীপের প্রথম ম্যাচে সেরা পারফরম্যান্স দেখানো ব্যাটসম্যান অভিনব মুকুন্দ বলেছেন, নেটে ব্যাট করার সময় শুরুতে সমস্যা হলেও, ম্যাচে গোলাপী বল নিয়ে কোনও অসুবিধা হয়নি। ফ্লাডলাইটে বল দেখা যাচ্ছে। ম্যাচে ৯ উইকেট নেওয়া চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের মতে, গোলাপী বল কম ঘুরছে।

 

দলীপ ট্রফির এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করা বাংলার ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়ের মতে, ব্যাটসম্যানদের কোনও সমস্যা না হলেও, সন্ধেবেলা শিশির পড়া শুরু হওয়ার পর বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে।