গ্রেটার নয়ডা: নতুন চেহারায় শুরু হওয়া দলীপ ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়া গ্রিনকে সহজেই ২১৯ রানে হারিয়ে দিল ইন্ডিয়া রেড। ৪৯৭ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানেই গুটিয়ে গেল ইন্ডিয়া গ্রিন। অধিনায়ক সুরেশ রায়না (৯০) এবং ওপেনার রবিন উথাপ্পা (৭২) লড়াই করেছিলেন। কিন্তু বাকিরা সেভাবে রান করতে না পারায় বিশাল পরাজয় হল ইন্ডিয়া গ্রিনের।
আজ সাত উইকেটে ২১৭ রান নিয়ে খেলতে নেমেছিল রায়নার দল। অধিনায়ক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ক্ষীণ আশা ছিল। কিন্তু চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব রায়নাকে ফিরিয়ে দিতেই ইন্ডিয়া রেডের জয় নিশ্চিত হয়ে যায়। কুলদীপ এই ইনিংসে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। গোটা ম্যাচে তাঁর সংগ্রহ ৯ উইকেট। এটাই কুলদীপের জীবনের সেরা পারফরম্যান্স। তিনিই দ্বিতীয় ইনিংসে প্রায় একা হাতে ইন্ডিয়া গ্রিনের ব্যাটিং লাইনআপে ধস নামান।
এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইন্ডিয়া রেড। যুবরাজ সিংহের দলের পরের ম্যাচ গৌতম গম্ভীরের ইন্ডিয়া ব্লু-র বিরুদ্ধে। ম্যাচ শুরু সোমবার থেকে।
দলীপ ট্রফিতে ইন্ডিয়া গ্রিনকে ২১৯ রানে হারাল ইন্ডিয়া রেড
Web Desk, ABP Ananda
Updated at:
26 Aug 2016 12:10 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -