চন্দননগর: তাঁকে বলা হয় পাহাড়-কন্যা। পাহাড়ের টান উপেক্ষা করতে পারেন না। বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিলেন। বিরূপ প্রকৃতির জন্য অনিচ্ছা সত্ত্বেও শেষ একশো মিটার অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল।চন্দননগরের গর্ব সেই পিয়ালি বসাক ফের বেরচ্ছেন পর্বতাভিযানে। এপ্রিল মাসে আবার পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালি। চন্দননগরের পরিবেশ আকাদেমি থেকে যাঁর নামকরণ করা হয়েছে 'হিমালয় কন্যা'। পরিবেশ আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত 'হিমালয়' নামক একটি বইও তিনি গত বছর জুন মাসে উদ্বোধন করেছিলেন। পরিবেশ আকাদেমি পিয়ালে বসাককে তাদের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে ঘোষণা করেছে। কারণ তিনি পৃথিবীর যেখানেই পর্বতাভিযানে যান, সেখানেই পরিবেশ সংরক্ষণের বার্তা দেন। এরই সঙ্গে তিনি এই বার্তাও বহন করে নিয়ে যাবেন যে, বিশ্বজুড়ে যুদ্ধ নয়, শান্তি চাই।

নতুন অভিযানে কোথায় যাচ্ছেন পিয়ালি? শিশাপাংমা শৃঙ্গ অভিযানে। পিয়ালি বলছেন,  ‘পৃথিবীর চতুর্দশ উচ্চতম শৃঙ্গ শিশাপাংমা। উচ্চতা ২৬,৩০০ ফুট। এর উত্তর দিকে তিব্বত। সেদিক দিয়েই শুরু করতে চলেছি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান।’

পিয়ালি যোগ করেছেন, ‘পাহাড় আমার পেশাও না, নেশাও না, একেবারে অস্থিমজ্জায় ঢুকে আছে। একটু ফাঁকা সময় ও নিশ্বাস পেলেই মন প্রাণ ছুটে যায় ওই শিখর চূড়ায়। মার্চ মাসে নারী দিবসের  মঞ্চ থেকেই আবারও নতুন উদ্যমে সাহস সঞ্চারিত হয়েছে। পরপর ১৫টি শিখর অভিযানের অভিজ্ঞতা এবং ডেথ জোনের ওপর ছ’টি পর্বত শৃঙ্গ - এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা জয় করেছি। এবারও এক কঠিন অভি্যানে যাচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭,০০০ ফুট উচ্চতার, দুর্গম পর্বতশৃঙ্গ শিশাপাংমা অভিযানে বেরচ্ছি।’

যদিও আর্থিক দুশ্চিন্তা রয়েছে। আগের পর্বতাভিযানের জন্য নেওয়া ঋণ এখনও রয়েছে ঘাড়ের ওপর। আগামী ৪ এপ্রিল চন্দননগরের সবুজের অভিযান প্রাঙ্গণে বেলা ১২টার সময় রেবা শীল মেমোরিয়াল ট্রাস্ট-এর কক্ষে তাঁর আসন্ন পর্বতাভিযানের সাফল্য কামনায় শুভেচ্ছা জানানো হবে। এরই সঙ্গে তাঁকে কিছু আর্থিক সাহায্য করা হবে। কোনরকম সরকারি সাহায্য পাননি পিয়ালি। তাঁর শুভানুধ্যায়ীদের অর্থসাহায্যে তিনি একের পর এক পর্বতাভিযানে যাচ্ছেন। আর চন্দননগর, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছেন।

পিয়ালি বলছেন, ‘যদি কোন সহৃদয় ব্যক্তি বা কোন সংগঠন অর্থ সাহায্য করতে চান, তাহলে পাশে থাকবেন।’