প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও নিজস্ব ভঙ্গিতে সিন্ধুর প্রশংসা করেছেন। রবিবার সিন্ধুর ম্যাচের সময়ই ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচ চলছিল। সেই সময় ভারত ব্যাট করছিল। সে কথাই উল্লেখ করে সহবাগ বলেছেন, ভারত যখন ব্যাট করছেন, তখন ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন দেখতে বাধ্য করেছেন সিন্ধু। তিনি মাত্র ২২ বছর বয়সেই তাঁর প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন।
টেনিস তারকা লিয়েন্ডার পেজ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পাশাপাশি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও ট্যুইট করে সিন্ধুর প্রসংসা করেছেন।
এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়ায় সিন্ধুকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা। একইসঙ্গে ব্রোঞ্জ পাওয়া সাইনা নেহওয়ালকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।