নয়াদিল্লি: আজ টোকিও প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেবেন্দ্র ঝাঝারিয়া, সন্দীপ চৌধুরী, মরিয়াপ্পান থঙ্গাভেলুদের উৎসাহ দেন। সব প্যারা-অ্যাথলিটকেই চাপমুক্ত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আজ প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কথা বলার সময় আলাদা করে ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘পঞ্জাবের জলন্ধরের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির বয়স খুব কম। কিন্তু তাঁর সঙ্কল্প অনেক বড়। তিনি জানিয়েছেন, তাঁর অক্ষমতা আজ বিশাল ক্ষমতা হয়ে গিয়েছে।’
১৯ বছরের পলক ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন। ২০১৯-এ উগান্ডায় বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে তিনি মহিলাদের ডাবলসে সোনা এবং মহিলাদের সিঙ্গলসে রুপো জেতেন। একই বছরে জাপানে বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পান পলক। এ বছর দুবাইয়ে বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে মহিলাদের সিঙ্গলসে তিনি রুপো পান। এছাড়া মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলসে তিনি ব্রোঞ্জ পান। প্যারালিম্পিক্সেও তাঁর কাছ থেকে পদকের আশায় দেশ।
টোকিও প্যারালিম্পিক্স শুরু হচ্ছে ২৪ অগাস্ট থেকে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় প্যারা-অ্যাথলিটরা ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার ৫৪ সদস্যের ভারতীয় দল টোকিওর উদ্দেশে রওনা হয়। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, জাপান সরকার ও টোকিও মেট্রোপলিটন সরকারের বৈঠকে ঠিক হয়েছে, অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারত দু’টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছিল। এফ-৪৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন দেবেন্দ্র। তিনি এবারও সোনা জয়ের লক্ষ্যে টোকিওতে গিয়েছেন। টি-৬৩ বিভাগে হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলু ও এফ-৬৪ জ্যাভলিন থ্রোয়ে বিশ্বচ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরীর কাছ থেকেও পদকের আশায় ভারত।
রিও প্যারালিম্পিক্সে শট পাটে রুপো জেতা দীপা মালিক আশাবাদী, এবার ভারতের ফল গতবারের চেয়েও ভাল হবে।