নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রতিযোগী দলকে স্বাগত ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এই প্রথম ভারতে আয়োজিত হতে চলেছে কোনও ফিফা টুর্নামেন্ট। এই আয়োজক দেশ হিসেবে এই প্রতিযোগিতায় খোলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল।


আর কয়েক ঘণ্টার মধ্যেই বাজতে চলেছে দামামা। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামেবে ভারত।


তার ঠিক আগে প্রধানমন্ত্রী বলেন, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত, এই বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


এদিন নয়াদিল্লিতে উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন ফিফার সাধারণ সচিব ফাতমা সামুরা এবং ফিফা টুর্নামেন্টের প্রধান জেইম ইয়ার্জা।


প্রসঙ্গত, টুর্নামেন্টের খেলাগুলি ৬টি শহরে হবে। সেগুলি হল—দিল্লি, কলকাতা, নভি মুম্বই, গুয়াহাটি, কোচি ও মারগাও।