নয়াদিল্লি: ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানো মহেন্দ্র সিংহ ধোনিকে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেটে প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবদানের উল্লেখ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাহিকে লেখা চিঠিতে নিজের আন্তরিক অনুভবের ছোঁয়া রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি বিশেষ করে ধোনির নেতৃত্বে ২০১১-র ভারতীয় ক্রিকেট দলের আইসিসির বিশ্বকাপ জয়ের উল্লেখ করে বলেন, ধোনি একটা দৃষ্টান্ত, যাঁর প্রভাব ক্রিকেট মাঠের গণ্ডী পেরিয়ে প্রসারিত। ২ পৃষ্ঠার চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, আপনি নিজের ট্রেডমার্ক সাদামাঠা স্টাইলে একটি ভিডিও শেয়ার করেছেন যা গোটা দেশের আবেগমাখা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় যথেষ্ট। ১৩০ কোটি ভারতীয় হতাশ হয়েছেন বটে, তবে গত দেড় দশকে ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন, সেজন্য আপনার প্রতি চিরকৃতজ্ঞও।


প্রধানমন্ত্রীর প্রশংসাকে আন্তরিক চিত্তে গ্রহণ করে উত্তর দিতে ভোলেননি ধোনিও। ট্যুইটারে লিখেছেন, একজন শিল্পী, সৈন্য ও খেলোয়াড়-সবারই বাসনা থাকে প্রশংসা, স্বীকৃতির। সবাই চান, তাঁদের কঠিন পরিশ্রম, আত্মত্যাগের প্রশংসা করবে, স্বীকৃতি দেবে প্রত্যেকে। আপনার প্রশংসা, শুভেচ্ছা, শুভ কামনার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী।
ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাটেই দেশের অধিনায়কত্ব করে সবচেয়ে বেশি সফল লোকটির নাম ধোনি। ৯০টি টেস্ট, ৩৫০টি একদিনের ম্যাচ ও ৯৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ধোনি অবশ্যই ভারতের প্রতিনিধিত্ব করা সফলতম ক্রিকেটারদের একজন হিসাবে ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন। ভারতের জার্সি গায়ে তিনি শেষ ম্যাচটি খেলেছেন ২০১৯ এর আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।
আবার তাঁকে আসন্ন আইপিএলে মাঠে নামতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে।