নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচে ও টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট বোর্ডে নির্বাচক কমিটি। আগামী ডিসেম্বরে এই সিরিজের খেলা হবে। টি ২০ বিশ্ব চ্যাম্পিয়ন মেরুন ব্রিগেড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে হায়দরাবাদ, তিরুবনন্তপুরম ও মুম্বইয়ে তিনটি ম্যাচ হবে। এরপর ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে চেন্নাই, বিশাখাপত্তনম ও কটকে খেলা হবে তিনটি একদিনের ম্যাচ।
ভারতের বিরুদ্ধে আসন্ন এই সিরিজে দুই ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কায়রন পোলার্ড। দুটি ফরম্যাটের দলেই রাখা হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।
আফগানিস্তানের বিরুদ্ধে লখনউতে যাঁরা খেলেছিলেন, সেই প্লেয়ারদের ওপরই আস্থা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।
দল নির্বাচন সম্পর্কে ক্যারিবিয়ান দলের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, দুটি ফরম্যাটে আমাদের তিনটি করে ম্যাচ খেলতে হবে। ভারতের সঙ্গে খেলা খুবই কঠিন হবে। কিন্তু সম্প্রতি আমরা আফগানিস্তানকে ৩-০ হারিয়ে একদিনের সিরিজ জিতেছে। ফলে দলের খেলোয়াড়রা অনেক কিছুই শিখেছে। ধাপে ধাপে এগোনোর ব্যাপারে আমরা বিশ্বাসী।
সিমন্স বলেছেন, ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ দলকে আরও একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দেবে। আফগানিস্তানকে খাটো না করেও বলা যায়, ভারত অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। ভারতের বিরুদ্ধে দল কেমন পারফর্ম করে, তা দেখতে হবে।
পরবর্তী টি ২০ বিশ্বকাপ ২০২০-তে। এরপরে বড় টুর্নামেন্ট ২০২১-এ ভারতে। তাই অনেক প্রস্তুতি নিতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ টি ২০ দল: কারয়ন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কোট্রেল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, ইভিন লিউইস, কিমো পল, নিকোলাস পূরন, খ্যারি পিয়েরি, দীনেশ রামদিন, শেরফ্যানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেডেন ওয়ালস জুনিয়র, কেসরিক উইলিয়ামস।
ওয়েস্ট ইন্ডিজ ওডিআই দল:কারয়ন পোলার্ড (অধিনায়ক),শাই হোপ, সুনীল অ্যাম্ব্রিস, রস্টন চেজ,শেলডন কোট্রেল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার,আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, ইভিন লিউইস, কিমো পল,নিকোলাস পূরন, খ্যারি পিয়েরি,রোমারিও ফেফার্ড, হেডেন ওয়ালস জুনিয়র।
ভারতের বিরুদ্ধে ওডিআই ও টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক পোলার্ড, নেই রাসেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2019 12:29 PM (IST)
ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচে ও টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট বোর্ডে নির্বাচক কমিটি। আগামী ডিসেম্বরে এই সিরিজের খেলা হবে। টি ২০ বিশ্ব চ্যাম্পিয়ন মেরুন ব্রিগেড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -