দোহা: বিশ্বকাপের শেষ আটের আরও এক মহারণ আজ। মুখোমুখি পর্তুগাল ও মরক্কো। প্রথম আরব দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে মরক্কো। ক্যামেরুন, সেনেগাল ও ঘানার পর চতুর্থ আফ্রিকান দল হিসেবে এই কীর্তি দেখিয়েছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে একমাত্র দক্ষিণ কোরিয়া ম্যাচ ছাড়া এখনও পর্যন্ত কোনও ম্যাচই  আজ কখন, কোথায় দেখা যাবে পর্তুগাল বনাম মরক্কো মহারণ?


খেলা কবে?


১০ ডিসেম্বর, শনিবার পর্তুগাল বনাম মরক্কো ম্যাচটি আয়োজিত হবে।


কোথায় হবে খেলা?


এই ম্যাচটি আয়োজিত হবে এল আল থুমাম্মা স্টেডিয়ামে।


কখন শুরু ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০-টায় শুরু হবে খেলা। 


কোথায় দেখা যাবে পর্তুগাল বনাম মরক্কো এই ম্যাচটি?


স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে জিও সিনেমায় পর্তুগাল বনাম মরক্কো ম্যাচটি দেখা যাবে।


অতীত রেকর্ড


২ বার মুখোমুখি হয়েছে ২ দল। পর্তুগাল ১ বার ও মরক্কো ১ বার জয় পেয়েছে।


কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও মরক্কো (Portugal vs Morocco)। প্রথম দলটি যেমন রোনাল্ডো ছাড়াও প্রতি ম্য়াচে ক্রমেই জ্বলে উঠছে। দ্বিতীয় দলটি এবারে বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। গ্রুপ পর্বে বেলজিয়ামের পর প্রি কোয়ার্টার ফাইনালে স্পেনের মত দলকে হারিয়ে দিয়েছে। আজ রোনাল্ডো খেলুক না খেলুক, হাকিমির দল যে পর্তুগালকে বেগ দেবে তা বলাই বাহুল্য। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি মহারণে কে এগিয়ে -


এখনও পর্যন্ত মোট ২ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। ১৯৮৬ সালে বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচে ৩-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেয় মরক্কো। ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চেই দেখা হয়েছিল ২ দলের। সেই ম্যাচে যদিও ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোনাল্ডো বাহিনী। মরক্কো মোট ৩টি গোল করেছে ও পর্তুগাল মোট ২টি গোল করেছে মুখোমুখি মহারণে।


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই ম্যাচেও শুরু থেকে খেলানো হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। স্যান্তোস হয় তাঁকে বদলি হিসেবেই নামাবেন এই ম্যাচেও। কারণ সুইসদের বিপক্ষে হ্যাটট্রিক করা রামোসের দিকে বাড়তি নজর থাকবে। মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেজ রয়েছে। তিনি যেমন গোল করতে ভালবাসেন, তেমনই গোল করাতেও ভালবাসেন। রোনাল্ডোকে হয়ত শেষের দিকে নামানো হতে পারে।