বার্মিংহ্যাম: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বার্মিংহ্যামে শুরু হয়ে যাবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। এ বারের গেমসে দু'শোর অধিকজনের শক্তিশালী ভারতীয় অ্যাথলিটদের গ্রুপ বার্মিংহ্যামে অংশগ্রহণ করছে। তাই স্বাভাবিকভাবেই ভারতীর অ্যাথলিটদের থেকে পদক জয়ের বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা রয়েছে।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
জিমন্যাস্টিক্সে ভারতীয় দলের সবচেয়ে বড় আশা হলেন প্রণতি নায়েক (Pranati Nayak)। বাংলার পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে সম্প্রতি দারুণ ফর্মেও রয়েছেন। তিনি সদ্যই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার লক্ষ্য কমনওয়েলথেও দেশকে পদক এনে দেওয়া। প্রণতি নিজেও পদক জয়ের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী। মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় হাই কমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি ভালভাবেই নিজের প্রস্তুতিটা সেরেছি এবং আশা করছি এবার পদক নিয়েই দেশে ফিরব।'
প্রণতি টোকিও অলিম্পিক্সে একেবারেই নিজের সেরাটা দিতে পারেননি। তবে সাম্প্রতিক ফর্ম আশা জোগাচ্ছে প্রণতিকে। পাশাপাশি তিনি যে প্যারিস অলিম্পিক্স অবধি জিমন্যাস্টিক্স চালিয়ে যাবেন, সেকথাও স্পষ্ট করে দেন। 'জিমন্যাস্টিক্স যদিও তরুণদের জন্যই, তবে আমি কিন্তু হালে বেশ ভালই পারফর্ম করেছি। হালেই তো এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছিলাম। এখন আমার বয়স ২৭ বছর। আমি ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই। ' বলেন ভারতীয় জিমন্যাস্ট।
ভল্টই ভরসা
বার্মিংহ্যামে পদক জিততে ভল্টের উপরই বেশি করে নজর দিচ্ছেন প্রণতি। জিমন্যাস্টিক্সে পদক জয়ের জন্য এটিই ভারতের সেরা বিকল্প বলেই মনে হচ্ছে। এখনও পর্যন্ত কমনওয়েলথে ভারতীয় দল জিমন্যাস্টিক্সে তিনটি পদক পেয়েছে। ২০১০ সালে আশিস কুমার ভল্ট ও ফ্লোর এক্সারসাইজে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন। তার পরের বার, ২০১৪ সালে গ্লাসগোতে দীপা কর্মকারও ভল্টেই ব্রোঞ্জ পদক জেতেন। ভল্টের মাধ্যমে প্রণতিও তৃতীয় ভারতীয় জিমন্যাস্ট হিসাবে কমনওয়েলথে পদক জিততে পারেন কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: অবশেষে সমাধান, কমনওয়েলথ 'গেমস ভিলেজ'-র ছাড়পত্র পেলেন লভলিনার কোচ