লন্ডন: এমনিতেই লিগ শীর্ষে থাকা আর্সেনালের থেকে খেতাবি দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। উপরন্তু, নিজেদের বছরের শেষ ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করে আরও পিছিয়ে গেল পেপ গুয়ার্দিওলার দল। অপরদিকে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ৪-২ স্কোরলাইনে জিতে শীর্ষে নিজেদের দখল আরও মজবুত করল আর্সেনাল (Arsenal)।
হালান্ডের রেকর্ড
আরলিং হালান্ড (Erling Haaland) ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগে গোলের নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। এদিনও তার অন্যথা হল না। চলতি প্রিমিয়ার লিগ মরসুমে নিজের ২১তম গোলটি করে ফেললেন নরওয়ের স্ট্রাইকার। বছর শেষের আগের প্রিমিয়ার লিগের নতুন মরসুমে এত গোল করার রেকর্ড আর কোনও তারকার নেই।
হালান্ড ম্যাচের ২১ মিনিটেই রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটেই ডেমরাই গ্রের গোলে ম্যাচে সমতায় ফেরে এভারটন। প্রতিআক্রমণে বাঁ-দিক থেকে দুরন্ত গতিতে উঠে এসে বক্সের ধার থেকেই এক বাঁক খাওয়ানো শটে সিটি গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন গ্রে। দুই অর্ধের শুরুতেই বুকায়ো সাকা ও এডি এনকেতিয়া গোল করে আর্সেনালের জয়ে বড় ভূমিকা নেন। গ্যাব্রিয়েল মার্টিনেলির শট ব্রাইটন গোলরক্ষক বাঁচানোর পর ফিরতি বল থেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন সাকা।
লিয়ান্দ্রো ট্রসার্ড ব্রাইটনকে ম্যাচে সমতায় ফেরানোর দুইটি ভাল সুযোগ পান বটে। তবে তা তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। মার্টিন ওডেগার্ড ৩৯ মিনিটের মাথায় আর্সেনালের লিড দ্বিগুণ করেন। এনকেতিয়া ৪৭ মিনিটে ৩-০ এগিয়ে দেন আর্সেনালকে। ৬৫ মিনিটে কাউরু মিতোমা গোল করে ব্রাইটনের ম্যাচে ফেরার আশা জাগান বটে। তবে তাঁর মিনিট ছয়েক পরেই মার্টিনেলি আর্সেনালের হয়ে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিতই করে দেন। ৮১ মিনিটে জেরেমি সারমিয়েন্টো ব্রাইটনের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
লিগের অবস্থা
৮৯ মিনিটে মিতোমা আবার আর্সেনালের জালে বল জড়িয়ে দেওয়ায় ফের একবার ব্রাইটনের আশা জাগে বটে। তবে ভিএআর সেই গোল বাতিল করে। ৪-২ স্কোরলাইনে আর্সেনালের পক্ষেই ম্যাচটি শেষ হয়। বছর শেষে এই দুই ম্যাচের পর আর্সেনালর থেকে সাত পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুয়ার্দিওলার দল। তাঁদের দখলে মোট ৩৬ পয়েন্ট রয়েছে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে আর্সেনালের দখলে ৪৩ পয়েন্ট।
আরও পড়ুন: এক অবিস্মরণীয় বছর শেষ হল, স্বপ্নপূরণের বছরশেষে ২০২৩-কে স্বাগত জানালেন মেসি