লন্ডন: গতকালই মারা গিয়েছেন রানি এলিজাবেথ (Queen Elizabeth II)। তার জেরে গোটা যুক্তরাজ্য জুড়েই শোকের ছায়া। এবার এর প্রভাব পড়ল ক্রীড়াজগতে। রানির মৃত্যুতে শোকপালনের উদ্দ্যেশে এ সপ্তাহের সমস্ত প্রিমিয়ার লিগ (Premier League) ম্যাচ স্থগিত করে দেওয়া হল। আজ, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলির সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বিবৃতি


এ সপ্তাহের সমস্ত ম্যাচ এবং সোমবার রাতের ম্যাচটিও রানি এলিজাবেথের মৃত্যুর শোকপালনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগের মুখ্য নির্বাহীকর্তা রিচার্ড মাস্টার্স এক বিবৃতিতে বলেন, 'আমরা এবং আমাদের সমস্ত ক্লাবগুলিই দেশের জন্য আমাদের রানির দীর্ঘ সময় ধরে যে কাজ করেছেন. তাকে সম্মান জানাতে চাই। সবথেকে বেশিদিন আমাদের রানি হিসাবে ওঁ সকলকে অনুপ্রাণিত করেছেন এবং দেশের স্বার্থে নিজের সারাটা জীবনই উৎসর্গ করেছেন। এটা শুধু আমাদের দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের যে কোটি কোটি লোক তাঁকে অনুপ্রেরণা মনে করেন, তাদের সকলের জন্যই কঠিন সময়। সকলের মতো আমারও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।'


 






কবে আয়োজিত হবে স্থগিত ম্যাচগুলি?


প্রিমিয়ার লিগের তরফে জানানো হয়, আসন্ন সময়ে এই বিষয়ে যদি আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটাও জানিয়ে দেওয়া হবে। শুধু প্রিমিয়ার লিগই নয়, এফএ এবং ইএফএল কর্তৃপক্ষও রানির মৃত্যুতে শোকপালনে একই পথ অনুসরণ করতে চলেছে। এ সপ্তাহের ম্যাচগুলি তো স্থগিত, পরের সপ্তাহের ম্যাচগুলিও আয়োজিত হবে কি না, সেই নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। এমনিতেই মরসুমের মাঝপথে ফিফা বিশ্বকাপ আয়োজিত হওয়ায় এবারের মরসুমে সকল ক্লাবগুলিকেই অল্প সময়ের ব্যবধানে একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে। তার মধ্যে এক সপ্তাহ খেলা স্থগিত হয়ে যাওয়ায়, এই ম্যাচগুলি আবার কবে খেলা হবে, সেই নিয়েও বড় প্রশ্নচিহ্ন রয়েছে।


আরও পড়ুন: ব্যাটিং বিপর্যয় বাবরদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১২১ রানে শেষ পাকিস্তান