হায়দরাবাদ: ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া মেরি কম এখনও পর্যন্ত রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারেননি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই বক্সার তাই এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
কাজাকস্তানের আস্তানায় আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় ভালো ফল করে অলিম্পিকের যোগ্যতা অর্জন করাই মেরি কমের লক্ষ্যে। তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেই হবে অলিম্পিকে যেতে গেলে। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন ৩৩ বছর বয়সি এই বক্সার।
মেরি কম গত মাসে চিনে এশিয়ান কোয়ালিফায়ার্সে ব্যর্থ হয়েছেন। তবে এবার আর তিনি সুযোগ হারাতে নারাজ। মেরি কম বলছেন, ‘আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য কঠোর পরিশ্রম করছি। অলিম্পিকের যোগ্যতা পাওয়ার জন্য নিজের সেরাটা দেব। আমার স্বপ্ন অলিম্পিকে সোনা জেতা। তার জন্য সবরকমভাবে চেষ্টা করব। প্রস্তুতি খুব ভাল হচ্ছে। আমার দুর্বলতা কাটিয়ে গতি ও টেকনিকে উন্নতির চেষ্টা করছি।’
রাজ্যসভার মনোনীত সদস্য হতে চলেছেন মেরি কম। তিনি এতে সম্মানীত বোধ করলেও, এখন অলিম্পিকের যোগ্যতা পাওয়া ছাড়া অন্য কোনও দিকে মন দিতে নারাজ।
রিও-র টিকিটের লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেরি কম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2016 06:50 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -