টোকিও: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে পুরুষদের ভারতীয় হকি দল। ৪১ বছর পর হকিতে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক নিয়ে আসছে ভারত। আর ভারতের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। 


নিজের ট্যুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বলেন, '৪১ বছর পর হকিতে ভারতীয় দলের পদক জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। অসাধারণ স্কিল দেখিয়েছে ছেলেরা। এই জয় ভারতীয় হকিতে নতুন যুগের সূচনা করবে। মনপ্রীত সিংহদের পারফরম্যান্স আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।'


ট্যুইটারে নরেন্দ্র মোদি বলেন, 'ঐতিহাসিক এই দিনটা প্রত্যেক ভারতবাসী মনে রাখবে। ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন। ভারতে ব্রোঞ্জ পদক নিয়ে আসার জন্য। ভারতবাসীর, বিশেষ করে তরুণ প্রজন্মের কল্পনাকে ছুঁয়ে গিয়েছে ভারতীয় দল। আমি গর্বিত ওদের জন্য।'


ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আরও একটা গর্বের মুহূর্ত। ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। তোমাদের লড়াই আগামী প্রজন্মও মনে রাখবে।’


টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ৪১ বছর পর অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে তাঁরা। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যেই ছিল তাঁরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে সব দলের বিরুদ্ধেই দুর্দান্ত পারফর্ম করেছে তাঁরা। কিন্তু সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ ফলে হারিয়ে ব্রোঞ্জ জেতে হরমনপ্রীতরা। 


ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে এসে হরমনপ্রীত বলেন, 'সবাই নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু দ্রুত ছন্দ ফিরে পেয়েছি আমরা। এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স। কিন্তু দলের অনেকেই একেবারে নতুন মুখ। তাই সবার জন্যই এই মুহূর্ত ভীষণভাবে স্পেশ্যাল। এই জয় উপভোগ করতে চাই এখন।'