নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ফের মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এ ফের ধোনির খেলা দেখার অপেক্ষায় আছেন তিনি।


একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোন্স বলেছেন, ‘আমি ধোনির বড় ভক্ত। আমার মতে, ভারতের সর্বকালের সেরা ৬ ক্রিকেটারের মধ্যে ও থাকবে। ও যদি আইপিএল-এ ভাল খেলতে পারে এবং অন্য ক্রিকেটাররা সেভাবে খেলতে না পারে, তাহলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে ও সুযোগ পেতে পারে। তাই ওর কাছে বড় সুযোগ আছে। আমি এমএস-কে যতটা চিনি, তাতে ও এই সুযোগ কাজে লাগানোর জন্য নিজেকে নিখুঁতভাবে তৈরি করবে। আশা করি ও ভাল খেলবে।’

ধোনির প্রশংসা করে জোন্স আরও বলেছেন, ‘এমএস এমন একজন ক্রিকেটার, যার খেলা দেখে দর্শকদের পাশাপাশি আমার মতো প্রাক্তন ক্রিকেটাররাও নড়েচড়ে বসি। কারণ, ও কখন কী করবে, সেটা কেউই জানে না। ওর খেলা দেখে আনন্দ পাওয়া যায়। আশা করি ও আইপিএল-এ ভাল খেলবে। ও কেমন খেলে, সেটা দেখার অপেক্ষায় আছি।’

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ একবার ধোনির চুলের প্রশংসা করেছিলেন। সেটা ধোনির কেরিয়ারের শুরুর দিকে। তখন তাঁর লম্বা চুল ছিল। সে কথা মনে করিয়ে দিয়ে জোন্স বলেছেন, ‘এমএস বোধহয় পাকিস্তান সফরে গিয়ে চুল কাটিয়েছিল। আমি সেবার ধারাভাষ্যকার ছিলাম। মুশারফ ওর চুলের প্রশংসা করে বলেছিলেন, সুন্দর দেখতে লাগছে। ও এমন একজন ক্রিকেটার, যার বিষয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরাও আলোচনা করেন। কারণ, ও সবার দৃষ্টি আকর্ষণ করে।’