প্যারিস: ফ্রান্সের প্যারিসে প্য়ারা শুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা জিতলেন অবনী লেখারা (Avani Lekhara)। মহিলাদের ৫০ মিটার রাইফেল এসএইচওয়ান ফাইনালে ৪৫৮.৩ মিটার স্কোর করে সোনা জিতলেন টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2021) সোনা জিতেছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানালেন অবনীকে। ২০ বছরের অবনী এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এই বিশ্বকাপের মঞ্চেই এর আগে ২৪৯.৬ স্কোর করে সোনা জিতেছিলেন ও বিশ্বরেকর্ড গড়েছিলেন। পরে সেই রেকর্ড নিজেই ভেঙে দেন। ২৫০.৬ স্কোর করেন অবনী। 


 






ট্যুইটে শুভেচ্ছা মোদির


অবনীর সোনা জয়ের পরই ট্যুইটে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের ট্যুইটারে জানান, ''শুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা জয়ের জন্য অবনী লেখারাকে অনেক অনেক শুভেচ্ছা। যে নতুন উচ্চতায় ও পৌঁছেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি।''


জয়ের পর অবনী লেখারা প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ''এই ইভেন্টটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি টোকিওর পর প্রথম ইভেন্ট। এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি বিভিন্ন দিকের উপর যে অগ্রগতি করেছি তার উপর আমি কাজ করছি। এটি আমার নতুন সরঞ্জাম সহ আমার প্রথম আন্তর্জাতিক ইভেন্ট এবং এটি আমাকে আমার প্রতিযোগিতাটি আরও বিশ্লেষণ করতে এবং আরও সমন্বয় করতে হবে তা জানতে সাহায্য করবে।''