লন্ডন: ইংল্যান্ডে পৃথ্বী শ-র দুরন্ত ফর্ম অব্যাহত। সেইসঙ্গে ময়াঙ্ক অগ্রবালও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন। এই দুই ব্যাটসম্যানের যুগলবন্দীতে ভারত এ দল অনুশীলন ম্যাচে লেইসেস্টারকে ২৮১ রানে হারাল। প্রথমে ব্যাট করে ভারত এ তোলে ৪ উইকেটে ৪৫৮ রান। সমস্ত লিস্ট এ ম্যাচে ভারত এ দলের এই স্কোর তৃতীয় সর্বোচ্চ। ২০০৭-র ওয়ান ডে চ্যাম্পিয়ন শিপে সারে গ্লসেস্টারের বিরুদ্ধে ৪৯৬ রান করেছিল। এরপরের সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ছয় উইকেটে ৪৮১ রান।
ভারত এ দলের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে লেইসেস্টার ৪০.৪ ওভারে মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে যায়। ভারত এ দলের দীপক চাহর ৬.৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও পেসার প্রসিধ কৃষ্ণ, স্পিনার দীপক হুডা, অক্ষর পটেল দুটি করে উইকেট নেন।
অধিনায়ক শ্রেয়স আয়ার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ভারত এ দলের ওপেনার পৃথ্বী ৯০ বলে ১৩২ রান করেন। ময়াঙ্গ করেন ১০৬ বলে ১৫১ রান। তাঁদের ওপেনিং জুটিতে ২৬ ওভারে ওঠে ২২১ রান।
ইংল্যান্ডের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে ৭০ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন পৃথ্বী। এই ম্যাচেও তাঁর সেই ফর্ম অব্যাহত ছিল। ময়াঙ্কের সঙ্গে ওপেন করতে নেমে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক লেইসেস্টারের বোলারদের বিরুদ্ধে মাঠের সবদিকেই শট খেলেন।
বেন মাইক তাঁর প্রথম তিন ওভারে ৪৫ রান দেন। ভারত প্রথম পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৮১ রান তোলে।
৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী। ৯০ বলে ১৩২ রানের ইনিংস সাজানো ছিল ২০ টি চার ও তিনটি ছক্কা দিয়ে। ময়াঙ্ক ৮৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ঋসভ পন্ত ও শ্রেয়সদের অনুশীলনের সুযোগ দিতে রিটায়ার আউট হন ময়াঙ্ক।
শুভমান গিল ৪১ বলে হাফসেঞ্চুরি করেন। লেইসেস্টারের আদিল আলিকে পরপর চারটি ছক্কা মারেন তিনি। ৫৩ বলে ৮৬ রান করে আউট হন তিনি। দীপক হুডা ২৫ বলে ৩৮ রান করেন।
পৃথ্বী, ময়াঙ্কের জোড়া সেঞ্চুরি, লেইসেস্টারকে ২৮১ রানে পর্যুদস্ত করল ভারত এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2018 09:16 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -