ভারতের পাঁচ ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেছেন। ওপেনার পৃথ্বী শ (৬৬), অধিনায়ক বিরাট কোহলি (৬৪), চেতেশ্বর পূজারা (৫৪), আজিঙ্কা রাহানে (৫৬) এবং হনুমা বিহারী (৫৩) অর্ধশতরানের ইনিংস খেলেছেন।
ভারতের হয়ে তরুণ ব্যাটসম্যান পৃথ্বী সবচেয়ে বেশি ৬৬ রান করেছেন। ৬৯ বলে ১১ বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন তিনি। প্রথম থেকেই আক্রমণাত্ম ক মেজাজে ছিলেন তিনি। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন পথ্বী। ইতিমধ্যেই ভারতীয় দলের সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এর প্রমাণ মিলল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে দর্শকদের মধ্যে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিসিসিআই-এ জারি করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ড্রেসিংরুমে ফেরার সময় অনুরাগীরা তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। বেশ ভিড় জমে যায়।
ভারতীয় দলের এই উঠতি তারকা অনুরাগীদের হতাশ করেননি। একে একে অনেকের সঙ্গেই সেলফি তোলেন তিনি।