মুম্বই: চােটের জন্য দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। এবার মাঠে ফিরেই নজির গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে দুরন্ত ১৫৯ রানের ইনিংস খেললেন এই ডানহাতি ওপেনার। ১৮৫ বলের ইনিংসে ১৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ২৪ বছরের এই ব্যাটার। মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই তিনশোর গণ্ডি পেরিয়ে প্রথম দিনের শেষে বেশ ভাল জায়গায় রয়েছে মুম্বই শিবির। তবে এই শতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে একটি মাইলস্টোনও গড়ে ফেলেছেন পৃথ্বী। এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরানের গণ্ডি পেরিয়ে যান তিনি। পৃথ্বীই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ২ বার প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম দিনের খেলায় মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরান হাঁকালেন।


এর আগের মরশুমে, অর্থাৎ ২০২২-২৩ রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে প্রথম দিনের খেলায় মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরান হাঁকিয়েছিলেন পৃথ্বী। সেই ম্যাচে ম্যারাথন ৩৭৯ রানের ইনিংস খেলেছিলেন পৃথ্বী। যা এখনও পর্যন্ত স্বাধীনতার পর কোনও ভারতীয় ব্যাটারের হাঁকানো সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে পৃথ্বী। শেষবার ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে নেমেছিলেন। এছাড়া টেস্ট ক্রিকেটে শেষবার পৃথ্বীকে দেখা গিয়েছিল ২০২০ সালের অ্যাডিলেড টেস্টে। সেই টেস্টেই ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল বিরাট বাহিনী।


কেরালার বিরুদ্ধে চাপে বাংলা


রঞ্জিতে এখনও পর্যন্ত একমাত্র আসামের বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলা। তাই এই ম্যাচ মনোদের দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তিনশোর গণ্ডি পেরিয়ে গেলে যে এই ম্য়াচ প্রায় হাত থেকে বেরিয়ে যাবে, তা বেশ ভালই বুঝতে পারছে বঙ্গ শিবির।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল কেরালা। রোহন কুন্নুমাল ও জলজ সাক্সেনা নেমেছিলেন ওপেনিংয়ে। ১৯ রান করে আউট হন রোহন। অন্য়দিকে জলজ সাক্সেনা পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৮ রানের ইনিংস খেলে শাহবাজ আহমেদের বলে আউট হয়ে ফিরে যান। তবে। বাংলার বোলারদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সচিন বেবি। ২২০ বলে ১১০ রানের ইনিংস খেলে এখনও অপরাজিত রয়েছেন তিনি। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। এছাড়া তাঁর সঙ্গে ক্রিজে আছেন অক্ষর চন্দ্রন। ৭৬ রানে অপরাজিত রয়েছেন তিনি।  বাংলার বোলারদের মধ্যে শাহবাজ, আকাশ দীপ, সুরজ, অঙ্কিত একটি করে উইকেট নেন।