নয়াদিল্লি: আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসছে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সোমবার ভারতের ১৫ জন সদস্যের স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করল জুনিয়র নির্বাচক কমিটি। গতবারের চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে করবেন প্রিয়ম গর্গ। সহ অধিনায়ক ধ্রুব  চাঁদ জুরেল।
ত্রয়োদশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগ পর্বে যোগ্যতা অর্জন করবে।
গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান। ভারতের অনূর্ধ্ব ১৯ দল ১৯ জানুয়ারি ব্লুমফেন্টনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে।গ্রুপে ভারতের পরের দুটি ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি যথাক্রমে জাপান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
২০১৮ সহ মোট চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার খেতাব জিতেছে ভারত। ২০১৮-তে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল পৃথ্বী শ-দের দল।
অস্ট্রেলিয়া তিনবার, পাকিস্তান দুইবার এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
১৯৯৮-এ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৪-র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি কিম্বারলেতে।
বিশ্বকাপের আগে ভারতের জুনিয়র দল দক্ষিণ আফ্রিকায় যাবে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ক্রিকেট ম্যাচ খেলবে। এরপর দক্ষিণ আফ্রিকা, ভারত, জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি চারদলীয় সিরিজও হবে।



ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল: যশশ্বী জয়সওয়াল, তিলক ভার্মা, দিব্যাংশ সাক্সেনা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব চাঁদ জুরেল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শাশ্বত রাওয়াত, দিব্যাংশ জোশি, শুভাং হেগড়ে, রবি বিষ্ণোই, আকাশ সিংহ, কার্তিক ত্যাগি, অথর্ভ আনকোলেকর, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), সুশান্ত মিশ্র, বিদ্যাধর পাতিল।