রাজ্যসভায় জয়া বচ্চনের মন্তব্য, ‘সরকারের কাছ থেকে নির্দিষ্ট জবাব চাইছে মানুষ। আমার কথা একটু বেশি কঠোর মনে হতে পারে, তবে এই ধরনের লোকজনকে (ধর্ষণকারী) প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত।’
নালগোন্ডার কংগ্রেস সাংসদ ইউ কে এন রেড্ডি বলেছেন, ‘কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে এমন অঞ্চলে একজন মহিলা চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে একটি কারণ হল মাত্রাতিরিক্ত মদ বিক্রি। আমাদের অনুরোধ, ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার করে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হোক।’
আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেলের অভিযোগ, এই ধরনের ঘটনা ঠেকানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিরোধীদের আক্রমণের মুখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘এই ঘটনা সারা দেশের লজ্জা। এই ঘটনায় সবাই আহত। অভিযুক্তদের কঠোরতম সাজা দিতে হবে। যদি আরও কঠোর আইন আনার বিষয়ে সব দল একমত হয়, তাহলে সরকার সেই আইন আনতে তৈরি।’