পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে হয় ম্যাচ। প্রথমার্ধ্বের শেষে ১৭-১২-য় এগিয়ে ছিল ইউ মুম্বা। দ্বিতীয়ার্ধ্বেও পিছন ফিরে তাকায়নি তারা, ৪১-২০-তে ম্যাচ জিতে নেয়। সিদ্ধার্থ ছাড়া ফজল আত্তাচালি ৪, সুরেন্দ্র সিংহ, বিনোদ কুমার ও আবুফজল মগসোদলু ২ পয়েন্ট করে পান। তেলুগুর রাহুল চৌধুরী পান ৭ পয়েন্ট। ম্যাচের পর ইউ মুম্বা এ জোনে ২৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে চলে এল। একে রয়েছে পুনেরি পল্টন, তাদের পয়েন্ট ৩০।
অন্যদিকে বেঙ্গালুরু বুলস ৪২-৩৪ পয়েন্টে হারাল হরিয়ানা স্টিলার্সকে। প্রথমার্ধ্বের শেষে বেঙ্গালুরু দল ২ পয়েন্টে পিছিয়ে ছিল কিন্তু দ্বিতীয়ার্ধ্বে অসামান্যভাবে ম্যাচে ফেরে তারা। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। হরিয়ানার অবস্থা এখনও পর্যন্ত খুব খারাপ, আটটি ম্যাচ খেলে তারা হেরেছে ছটিতে।
বেঙ্গালুরু টিম প্রথমার্ধ্বে পিছিয়ে ছিল ১৫-১৩ পয়েন্টে। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ফিরে তারা ৪২-৩৪-এ খেলা জিতে নেয়। বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক পয়েন্ট পেয়েছেন পবন সহরাবত, ২০। রোহিত কুমার পেয়েছেন ৮ ও কাশীলিঙ্গ অদাকে ২। হরিয়ানার বিকাশ কন্ডোলা ১৪ ও মোনু গোয়ত ১১ পয়েন্ট পেয়েছেন।