ট্রেন্ডিং

দোহায় রেকর্ড নীরজ চোপড়ার, প্রথমবার পেরলেন নব্বই মিটারের গণ্ডি, তবু সোনা হাতছাড়া!

মঞ্চে দাঁড়িয়েই কেঁদে ফেললেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা, কী এমন ঘটল মুম্বইয়ে?

হ্যাজলউডকে নিয়ে উদ্বেগে আরসিবি, কেমন হতে পারে কেকেআরের একাদশ?

বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে শনিবারের বেঙ্গালুরু, গ্যালারিতে সাদা ঝড় নিয়ে শুরু বিতর্কও

কোহলিদের ডেরায় দশ বছর অপরাজিত কেকেআর, কাল জিতলেই প্লে অফ নিশ্চিত আরসিবি-র
মোলিনাই সেরা কোচ, আইএসএলের মরশুম সেরা দলে মোহনবাগান তারকাদের ছড়াছড়ি
২০১১ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ গড়াপেটার তদন্তে সঙ্গকারাকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বিক্ষোভ কলম্বোয়
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।
Continues below advertisement

কলম্বো: ন বছর আগে, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে গত তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে।
সঙ্গকারাকে এই ভাবে জেরা করা নিয়ে বিক্ষোভ হয়েছে কলম্বোয়। সঙ্গকারাকে জেরা করার সময় ক্রীড়ামন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, একটি রাজনৈতিক দলের যুব শাখার তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ গড়াপেটার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গকারা এবং অন্যান্য ক্রিকেটারকে ক্রমাগত ঝামেলায় ফেলা হচ্ছে।’’
পুরো ঘটনায় রাজনীতির রংও লেগেছে। বিক্ষোভ প্রদর্শনকারী ওই রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর পদের দাবিদার সাজিত প্রেমদাসা ট্যুইট করেছেন, ‘‘সঙ্গকারা এবং ২০১১ সালের নায়কদের ক্রমাগত বিব্রত করা হচ্ছে। সরকারের এই কাজ মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ হওয়া উচিত।’’
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অতুলগামাগের অভিযোগের ভিত্তিতে ২৪ জুন তদন্তের নির্দেশ দেয় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে