নয়াদিল্লি: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলেরই নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের তরুণ উইঙ্গার কোডি গ্যাকপো (Cody Gakpo)। বিশ্বকাপ শেষ হতেই এবার রেকর্ড অর্থের বিনিময়ে দল বদল করতে চলেছেন তিনি। নতুন বছরেই পিসএসভি (PSV Eindhoven) ছেড়ে ইংল্যান্ডের লিভারপুল ফুটবল ক্লাবে (Liverpool) যোগ দিতে চলেছেন ২৩ বছর বয়সি গ্যাকপো। পিএসভির তরফে সদ্যই এক বিবৃতিতে এই চুক্তির বিষয়ে জানানো হয়।
রেকর্ড দাম
পিসএসভির তরফে বিবৃতিতে লেখা হয়, 'কোডি গ্যাকপোর বিষয়ে পিএসভি ও লিভারপুলের মধ্যে চুক্তি হয়েছে। ২৩ বছর বয়সি ফরোয়ার্ড ইংল্য়ান্ডের উদ্দেশে এখনই রওনা দেবেন এবং সেখানে ওঁর শারীরিক চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলি ঠিকঠাকভাবে হলেই এই চুক্তি সরকারিভাবে পাকা হবে।' গ্যাকপো ঠিক কত দামে দলবদল ঘটাচ্ছে সেই বিষয়ে সরকারিভাবে কিছু না জানানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, পিএসভির তরফে জানানো হয় তাঁদের ক্লাব ইতিহাসের রেকর্ড মূল্যের বিনিময়ে এই চুক্তিটি হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির অঙ্ক ৩৭ মিলিয়ন ইউরো, যা গ্যাকপোর পারফরম্যান্সের ভিত্তিতে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত যেতে পারে।
সুযোগ হাতছাড়া
২৬ তারিখ, বক্সিং ডেতেই পিএসভি ও লিভারপুলের মধ্যে এই চুক্তি সম্পূর্ণ হয় বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এ মরসুমের শুরুতে গ্যাকপোকে দলে নিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল। সেই চুক্তি না হলেও, দুরন্ত বিশ্বকাপের পর তাঁরা গ্যাকপো আবারও দলে নিতে আগ্রহী বলেই শোনা যাচ্ছিল। লিভারপুলও ডাচ তারকাকে দলে নিতে আগ্রহী ছিল। যদিও পরবর্তী মরসুমের শুরুতেই রেডসরা গ্যাকপোর জন্য ঝাঁপাতে পারে বলে খবর ছিল। তবে লুইস ডিয়াজ, দিয়েগো জোটার মতো একাধিক তারকা আহত হওয়ায় তাঁরা তড়িঘড়ি গ্যাকপো দলে নিয়ে নিল।
সব ঠিকঠাক থাকলে পরের বছরের শুরুতে গ্যাকপো অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে খেলতে দেখা যাবে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করা গ্যাকপোকে লিভারপুলের হয়ে খেলতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন রেডস সমর্থকরা। তিনি প্রিমিয়ার লিগে মরসুমের মাঝপথে এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে রুদ্ধশ্বাস মুহূর্ত কেটেছে মেসির মায়েরও