কলকাতা: আর কিছুদিন পরেই শুরু ফরাসি ওপেন (French Open)। টেনিস বিশ্বের অন্যতম সেরা যুদ্ধের মঞ্চে আরও একবার আমনে সামনে হবে তাবড় তাবড় টেনিস তারকারা। আর টেনিস নিয়ে আলোচনায় উঠে আসবে ৩ অবিসংবাদিত টেনিস সম্মাট রাফায়েল নাদাল (Rafael Nadal), রজার ফেডেরার ও নোভাক জকোভিচের কথা। প্রথম জন অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ফেডেরার ও তৃতীয় স্থানে থাকা জকোভিচ ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে এই মুহূর্তে নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকার। তবে আগামীতে তিনিই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হতে পারেন বলে মনে করেন ভারতের হয়ে ডেভিড কাপ খেলা টেনিস প্লেয়ার পূরব রাজা। ফরাসি ওপেন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাছাই করা কিছু সাংবাদিকের প্রশ্নের উত্তরে পূরব আসন্ন ফরাসি ওপেন নিয়ে নিজের মতামতও জানালেন। 


আসন্ন ফরাসি ওপেনে কে ফেভারিট?


পূরব: শেষ টুর্নামেন্টে রাফায়েল নাদাল জিতেছে। এবার নোভাক রয়েছে। রাফাই এবারও সেরা হিসেবে কোর্টে নামবে। লাল মাটির কোর্ট রাফার সবসময়ের জন্য ফেভারিট। তাই এখানে রাফাকেই আমি এগিয়ে রাখব। আর দ্বিতীয় স্থানে অবশ্যই রাখব নোভাক জকোভিচকে। তবে আমি মনে করি ফেডেরারকেও ভুল গেলে হবে।


জকোভিচের ওপর কি বাড়তি চাপ থাকবে?


পূরব: আমি এই প্রশ্নের উত্তর আগে হলে হয়ত বলতাম যে ওঁ চাপে থাকবে। কিন্তু ইতালি ও মাদ্রিদে জকোভিচ যে পারফর্ম করেছে। যেভাবে ম্যাচ জিতেছে, তাতে আমি বলব যে না একদমই চাপে থাকবে না ওঁ। নোভাক ভীষণ পেশাদার টেনিস প্লেয়ার। নিজের দিনে ওঁ সেরা, এটা সবাই জানে। 


পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের তালিকায় কাকে সবার ওপরে দেখছ?


পূরব: এটা পুরোটাই নির্ভর করছে যে কতগুলো বছর নাদাল ও জকোভিচ খেলবে তার ওপর। আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, ২ জনেই যখন অবসর নেবে তখন হয়ত দেখা যাবে যে তালিকায় সবার ওপরে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হয়ে গিয়েছেন জকোভিচই। কিন্তু এটাও ঠিক যে এই বছরে যদি আর ২টো গ্র্যান্ডস্লাম জিতে নিতে পারেন রাফা, তবে কিন্তু লড়াইয়ে সেয়ানে সেয়ানে হবে।


ফাইনালে কোন ২ জনকে দেখতে চাইবেন?


পূরব: অবশ্যই ভাল পারফর্ম করুক নোভাক, নাদাল, এটা তো বলবই। কিন্তু আমি ফাইনালেও ওঁদের দেখতে চাই। ফরাসি ওপেনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা হয়ত তাহলেই হবে।