প্যারিস: আর মাত্র ২ দিন। প্যারিসে অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসর শুরু হতে চলেছে আগামী ২৬ জুলাই থেকে। তার আগে একে একে সব প্রতিযোগীই প্যারিসে পা রাখা শুরু করেছন। ভারতের মোট ৪৯ জন অ্যাথলিট পৌঁছে গেলেন প্যারিসের গেমস ভিলেজে (Paris Olympics 2024 Games Village)। সেই তালিকায় আছেন পিভি সিন্ধুও (PV Sindhu)। এছাড়াও ভারতের তিরন্দাজি, হকি ও টেবিল টেনিস দলও প্যারিসে গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে।
আট সদস্যের ভারতের টেবিল টেনিস দল ও ১৯ সদস্যের ভারতীয় হকি দল এবার প্যারিসে অলিম্পিক্সের মঞ্চে অংশ নিতে চলেছেন। ১০ জন শ্যুটারও পৌঁছে গিয়েছেন প্যারিসে। তিরন্দাজির দলে রয়েছেন ৬ ভারতীয় সদস্য। দুজন টেনিস প্লেয়ার, একজন শাটলার, একজন রোয়ার ও দুজন স্যুইমার পৌঁছে গিয়েছেন সিটি অফ লাইটসে। মোট ১১৭ জন ভারতীয় অ্য়াথলিট অংশ নিতে চলেছেন এবারের প্যারিস অলিম্পিক্সে। মোট ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা অ্যাথলিট অংশ নেবেন। মোট ৬৯ টি ইভেন্টে ৯৫টি পদকের জন্য লড়াই করবেন ভারতীয় অ্যাথলিটরা। খেলােয়াড়দের সঙ্গে ১৪০ জন সাপোর্ট স্টাফও রয়েছেন তালিকায়।
ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। আর প্রথম দিনেই তারকা সাক্ষাৎ। আজই নিজের সোশ্যাল মিডিয়ায় সাত্ত্বিক একটি ছবি শেয়ার করেছেন। সেখানে গেমস ভিলেজে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রাফায়েল নাদালকে। টেনিস কিংবদন্তি যে সাত্ত্বিকের পছন্দের তা তাঁর মুখের হাসি এবং পোস্টের ক্যাপশন দেখলেই বোঝা যায়। তিনি ক্যাপশনে লেখেন, 'প্রথম দিন। অতিমানব রাফায়েল নাদালের সঙ্গে।' সাত্ত্বিক যে নাদাল অনুরাগী তা বলাই বাহুল্য।
তবে তিনি নিজেও কিন্তু ভারতীয়দের মধ্যে পদক জয়ের সবথেকে বড় দাবিদারদের মধ্যে রয়েছেন। চিরাগ শেট্টিকে সঙ্গে নিয়ে সাত্ত্বিক পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য পেয়েছেন। এই বছরই বিশ্বের তিন নম্বর শাটলার জুটি ফ্রান্স ওপেন, তাইল্যান্ড ওপেন জিতেছেন।