লখনউ: তীরে গিয়ে বারবার তরী ডুবছিল। ট্রফির দেখা পাচ্ছিলেন না তিনি। কিন্তু এবার আর কোনও ভুল করেননি। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন (Syed Modi international badminton) টুর্নামেন্টে ফাইনালে স্বদেশীয় শাটলার মালবিকা বানসোদকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতে নিলেন পিভি সিন্ধু (pv sindhu)। ২০ বছরের মালবিকা ইন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে হারিয়ে সাড়া জাগিয়েছিলেন। কিন্তু এদিন সিন্ধুর সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি তিনি। ২৬ বছরের তারকা শাটলার সিন্ধু ম্যাচ জিতে নেন মাত্র ৩৫ মিনিটে। খেলার ফল তাঁর পক্ষে ২১-১৩, ২১-১৬। ২০১৭ সালের পর এই টুর্নামেন্টে ফের খেতাব ঝুলিতে পুরলেন সিন্ধু। উল্লেখ্য, রিও অলিম্পিকে রুপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন পিভি সিন্ধু। তিনিই একমাত্র ব্যাডমিন্টন প্লেয়ার ভারতের যিনি ২ বার অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন। 


মেয়েদের টু্র্নামেন্টের ফাইনাল হলেও ছেলেদের ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি করোনা হানা দেওয়ায়। পুরুষদের ফাইনালে দুই ফরাসী শাটলার আর্নাউদ মার্কলে এবং লুকাস ক্ল্যারবাউটের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মধ্যে কোনও একজন করোনা আক্রান্ত হওয়ায় আর ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি। ফাইনালে ২ জনকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। 


এর আগে, ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন পিভি সিন্ধু। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলারের আরও একবার তীরে এসে তরী ডুবেছিল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন। তাঁকে নিয়ে পদকের আশাও বাড়ছিল। কিন্তু সেমিতে হেরে সেই আশায় জল ঢেলে দেন তিনি। কেডি যাদব স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন সিন্ধু। সেমিতে সিন্ধুর উলটোদিকে ছিলেন থাইল্যান্ডের সুপানিডা কাথেথঙ্গ। তিন গেমের লড়াই শেষে ১৪-২১,২১-১৩,১০-২১-এ হার মানেন সিন্ধু। ৫৯ মিনিটের কঠিন লড়াইয়ের শেষে হার মানেন এই হায়দরাবাদি শাটলার।