কলকাতা: পথ দেখিয়েছিল আইপিএল। দেশে খেলাধুলোর মানচিত্রটাই বদলে দিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি নির্ভর এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলার সঙ্গে বিনোদনের মেলবন্ধন ঘটিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের এই লিগ। পরে সেই পথ ধরেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL), প্রো কবাডি, প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের মতো একের পর এক টুর্নামেন্ট শুরু হয়েছে।


এবার সেই পথেই পা বাড়াল দেশের ভলিবলও। শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি নির্ভর ভলিবল লিগ প্রাইম ভলিবল লিগ (PVL)। সেখানে প্রতিনিধিত্ব থাকছে কলকাতারও। আইপিএলে যেমন রয়েছে কলকাতা নাইট রাইডার্স, পিভিএলে থাকবে কলকাতা থান্ডারবোল্টস (Kolkata Thunderbolts)। শনিবার কলকাতার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে কলকাতার দলের ঘোষণা করা হল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টুর্নামেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) জয় ভট্টাচার্য, কলকাতা থান্ডারবোল্টসের অন্যতম মালিক পবন পটোদিয়া ও বিনীত ভাণ্ডারি।


প্রাইম ভলিবল লিগের প্রথম সংস্করণেই দলের ভাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী কলকাতা থান্ডারবোল্টসের প্রধান কোচ সানি জোসেফ। করোনার ধাক্কায় গোটা বিশ্বের খেলাধুলো স্তব্ধ হয়ে গিয়েছিল। বাদ পড়েনি ভলিবলও। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কলকাতা থান্ডারবোল্টসের প্রস্তুতিও সমস্যায় পড়েছে। তবু হাল ছাড়তে নারাজ সানি জোসেফ। কলকাতা থান্ডারবোল্টসের কোচ বলেছেন, 'প্রস্তুতির সময় খুব কম পেয়েছি। কোভিডের জন্য আমরাও সমস্যায় ছিলাম। কোচি থেকে আমাদের প্রস্তুতি শিবির হায়দরাবাদে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। এর জন্য অনেকগুলো প্র্যাক্টিস সেশন নষ্ট হয়েছে। তবু আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। আশা করছি আমাদের দল ফাইনালে যাবে।'


কলকাতা থান্ডারবোল্টসের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। সেদিন কলকাতার দলের প্রতিপক্ষ কালিকট হিরোজ। আপাতত সেই ম্যাচেই মনোনিবেস করছেন সানি জোসেফ। কলকাতা থান্ডারবোল্টসের কোচ বলেছেন, 'প্রথম ম্যাচে কালিকট হিরোজকে হারাতে হবে আমাদের। তারপর প্রত্যেক দল ধরে ধরে কৌশল সাজাব।'


দলের খেলোয়াড়দের দক্ষতায় আস্থা রাখছেন সানি। বলেছেন, 'আমাদের দলের ১২ জনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রত্যেকেই সমান দক্ষ। প্রত্যেকের দক্ষতায় আমার ভরসা রয়েছে।'


এই দেশ থেকে কেউ কোনওদিন আইপিএল খেলেননি, পথ দেখাবেন দোরজি?