দোহা: কাতার বিশ্বকাপের মঞ্চে ফের অঘটন। টুর্নামেন্ট চলাকালীনই সৌদি আরবে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু সেই দুঃখজনক ঘটনার পর বিবৃতি দিতে গিয়ে কাতার বিশ্বকাপের চিফ এক্জিকিউটিভ নাসের আল খাটের জানিয়েছেন মৃত্যু জীবনের অঙ্গ। সূত্রের খবর, এক ফিলিপিনো পরিযায়ী শ্রমিক কার পার্কিংয়ের লাইট ফিটিংয়ের জন্য নিযুক্ত হয়েছিলেন। কিন্তু সেখানে কাজ করার সময়ই বেকায়দায় পড়ে গিয়ে মৃত্যু হয় সেই পরিযায়ীর।
সেই শ্রমিক যেখানে কাজ করছিলেন সেখানে সৌদি আরবের ফুটবলাররা অনুশীলন করছেন। সেই শ্রমিকের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এরই মাঝে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান আর খাটের জানিয়েছেন, ''মৃত্যু প্রত্যেকের জীবনের অঙ্গ। কাজের সময় হোক বা ঘুমের সময়, যে কোনও সময় মৃত্যু হতে পারে।'' আর সেই মন্তব্যের পরই তা বিতর্কের মুখে পড়েছে।
ফিফার তরফে থেকে জানানো হয়েছে, "ফিফা এই ট্র্যাজেডিতে গভীরভাবে শোকাহত এবং কর্মচারীর পরিবারের প্রতি আমাদের চিন্তাভাবনা ও সমবেদনা জানাই। ফিফা দুর্ঘটনার বিষয়ে জানানোর সাথে সাথে আমরা আরও বিস্তারিত জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।''
আজ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়া প্রজাতন্ত্রকে ৪-১ হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ব্রাজিল (Brazil football team)। দলের প্রথম পছন্দের লেফটব্যাক অ্যালেক্স স্যান্দ্রোকে (Alex Sandro) ছাড়াই দুরন্ত জয় পায় সেলেসাওরা। সম্ভবত কোয়ার্টার ফাইনালেও স্যান্দ্রোকে ছাড়াই বাধ্য হয়ে মাঠে নামতে হবে ব্রাজিল দলকে। অন্তত দলের কোচ তিতের (Tite) ইঙ্গিত এমনই।
আপডেট গিলেন তিতে
ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পেশিতে চোট পেয়ে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন স্যান্দ্রো। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামেননি তিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর মাঠে নামার সম্ভাবনা কমই। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে স্যান্দ্রো অনুশীলনে ফিরলেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তিতে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'যতদূর যা বোঝা যাচ্ছে, ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবে না। ওর চোটটা (নেমার, দানিলোর গোড়ালির চোটের থেকে) ভিন্ন। ওকে এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরেকটু খাটতে হবে। আমাদের দলের মেডিক্যাল টিমের সঙ্গে আমায় কথা বলতে হবে।'
স্যান্দ্রো অনুপস্থিতিতে গত ম্যাচে সেলেসাওর হয়ে লেফটব্যাকের দায়িত্ব সামলেছিলেন দানিলো (Danilo)। স্যান্দ্রো যদি কোয়ার্টার ফাইনালের জন্য ফিট না হতে পারেন, তাহলে ফের একবার হয়তো দানিলোকেই লেফটব্যাকের ভূমিকায় দেখা যাবে।