কলকাতা : বুধবার রাতে রাশিদ খানের স্ত্রীর পর, বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাস। শুক্রবার অভিনেত্রী মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন। কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। মুখ খুললেন জিতুও ।
পুলিশ নাকি উল্টে তাঁদেরকেই হুমকি দেন : জিতু
' গ্রেফতারের কথা আমিও জানি। ঘটনাটির ভিডিওটি অনেক পরে হয়েছে। ভিডিও হওয়ার আগে বাদানুবাদ হয়নি। আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম। ' বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অন্য একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। এরপর তাঁদের গাড়ি চালক ওই গাড়িতে থাকা যুবককে ধরার চেষ্টা করে। জিতুর কথা অনুসারে, তাঁর চালক ওই যুবককে দাঁড়াও-দাঁড়াও বলার সময়ই হাত লেগে অন্য গাড়িটির কাচ ভেঙে যায়। এরপর পুলিশের সাহায্য চাইলেও তাঁরা তা পাননি। ASI পরশুরামবাবুর বিরুদ্ধেই হেনস্তার অভিযোগ করেছেন জিতুও।পুলিশ নাকি উল্টে তাঁদেরকেই হুমকি দেন ' লক আপ করে দেব ... তোলা হবে সবকটাকে '। সেই সঙ্গে চালককে মারধরও করতে শুরু করে একদল মত্ত যুবক। তাঁদের বিরুদ্ধে এফআইআরও করা হয়। যাঁরা গাড়িতে ধাক্কা মেরেছে, তারাই উলটে চড়াও হয়। এমনই অভিযোগ তুললেন জিতু কমল ও স্ত্রী নবনীতা। গাড়ির লোকজন উলটে তাঁদেরই হুমকি দেয় এবং সেটিও নাকি পুলিশের সামনেই।শু নুন নিচের ভিডিওয়।
'রাস্তায় ডেথ করে দেব'
নবনীতার ভিডিও অনুসারে, তাঁকে এক যুবক হুমকি দিচ্ছে, 'রাস্তায় ডেথ করে দেব'। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কীভাবে নিমতা ASI পরশুরামবাবু দায়িত্ব পালন করছেন। বাহ! আপনিই জিতলেন স্যর। আমি আর প্রতিবাদ করব না স্যর।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সেই পোস্ট করেন নবনীতা।
অভিনেত্রী নবনীতা দাস ফেসবুক পোস্টে লেখেন, ''খুব বড় শিক্ষা পেলাম আজ। ‘সেলিব্রিটি বা চেনা মুখ’ এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম, পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যর। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি ‘পুলিশ’। '' ফেসবুক পোস্টে লেখেন অভিনেত্রী নবনীতা দাস।
বিজেপির হুঁশিয়ারি
থানার সামনেই অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসকে হেনস্থার অভিযোগের ঘটনায় নিমতা থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। সাময়িক পথ অবরোধও করেন মহিলা মোর্চার সমর্থকরা। বিজেপির অভিযোগ, ' এলাকার মহিলার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। অথচ ওই এলাকাতেই মহিলাদের নিরাপত্তা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। '