লন্ডন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক (quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই টেস্টকে বিদায় জানিয়েছেন তিনি। ডি ককের স্ত্রী শাশা সন্তানসম্ভবা। তাই পরিবারকে সময় দিতে চান, এমনই নিজের বার্তায় জানিয়েছেন ডি কক। প্রোটিয়া তারকার এই সিদ্ধান্তে অবাক ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জশ বাটলার। অ্যাশেজ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন বাটলার। সেখান থেকেই এই প্রসঙ্গে তিনি বলেন, ''এটা পুরোটাই ডি ককের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি ওর অনেক বড় ফ্যান। এইজন্যই ওর সিদ্ধান্তে কিছুটা হতাশ আমি। টেস্ট ক্রিকেটে ওকে ব্যাট করতে দেখতে, ওকে উইকেটের পেছনে দাঁড়াতে দেখতে খুব ভাল লাগত আমার। বিশ্ব ক্রিকেট টেস্ট ফর্ম্যাটে ডি ককসে নিঃসন্দেহে মিস করবে। তবে আমি মনে করি, হয়ত নিজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক।''


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর এরপরই টেস্ট (test) ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া উইকেট কিপার কুইন্টন ডি কক (Quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।'' নিজের বিবৃতিতে আরও যোগ করে ডি কক বলেন, ''আমি এরপরেও আমার পরিবারকে সময় দিতে চাই। আমার কাছে আমার পরিবার সবটুকু। আমি চাই আমার কাছে যেটুকু সময় তার বেশিরভাগটাই পরিবারকে দেব। এই মুহূর্তে আমাদের জীবনে এটা একটা নতুন এবং সব থেকে উত্তেজনাকর অধ্যায়। আমি টেস্ট ক্রিকেটকে ভালবাসি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে ভালবাসি। আমার কেরিয়ারের ভাল এবং খারাপ সময় সবটাকেই আমি ভালবাসি। সেলিব্রেশন, হতাশা সবটুকুকেই আমি ভালবাসি। কিন্তু এখন আমি আমার জীবনে এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি সব থেকে বেশি ভালবাসি।''


চলতি অ্যাশেজে উইকেটের পেছনে সেভাবে ছন্দে মনে হয়নি বাটলারকে। অনেক ক্যাচ মিস করেছেন। সেই প্রসঙ্গে ইংল্যান্ড উইকেট কিপার ব্যাটার বলেন, ''একটি ক্যাচ ড্রপ করা শুধু নিজের নয়, গোটা দলের জন্য তা ক্ষতিকর। আর এই সময়টা ভীষণ হতাশ মনে হয় ভেতরে ভেতরে। কিন্তু এটা ক্রিকেটের অঙ্গ। এখান থেকেই বেরিয়ে আসতে জানতে হয়।''