নয়াদিল্লি: সাঁতারে ফের সাফল্য পেলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বেদান্ত। পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। ছেলের সাফল্য ভাগ করে নিলেন ট্যুইটারে বলি অভিনেতা। 


ট্যুইটে কী পোস্ট করলেন মাধবন?


 






একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছেন বেদান্ত। এর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতেন তিনি। পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছে বেদান্ত। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া '৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস'-এ  এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও।


নিজের পরিচয় গড়তে চান বেদান্ত


এর আগে এক সাক্ষাৎকারে বেদান্ত বলেছিলেন তাঁর লক্ষ্যের কথা। তিনি জানিয়েছিলেন, ''আমি আমার বাবার ছায়ায় থাকতে চাইনি। আমি নিজের জন্য একটি নাম করতে চেয়েছিলাম। আমি শুধু আর মাধবনের ছেলে হতে চাইনি।'' 


বাবা আর মাধবন জনপ্রিয় অভিনেতা