মাদ্রিদ: এ বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হতাশাজনকভাবে ম্য়াকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে পরাজিত হন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামেই কোমড়ে চোট পান স্প্যানিশ কিংবদন্তি। এরপর থেকে আর টেনিস কোর্টে দেখা যায়নি নাদালকে। এবার ২২ মে থেকে শুরু হতে চলা ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ালেন নাদাল।
মায়োকায় নিজের অ্যাকাডেমিতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে নাদাল ফরাসি ওপেনে (French Open 2023) অংশগ্রহণ না করার কথা জানান। ২০০৫ সালে রোলাঁ গারোয় নিজের প্রথম খেতাব জেতার পর থেকে প্রতি বছরই ফরাসি রাজধানীতে ক্লে-কোর্টে খেলতে দেখা গিয়েছে নাদালকে। এই প্রথমবার ক্লের কিংগ রোলাঁ গারোয় (Roland Garros) খেলবেন না। শুধু তাই না, ৩৬ বছর বয়সি নাদাল পাশাপাশি এদিনই ঘোষণা করেন যে ২০২৪ সালই পেশাদার টেনিস খেলোয়াড় হিসাবে তাঁর শেষ বছর হতে চলেছে।
নাদাল বলেন, 'সবার প্রথমেই আমি বলতে জানাতে চাই যে আমি রোলাঁ গারোয় খেলতে পারব না। আমি বিগত চার মাস ধরে প্রতিদিন প্রচুর খাটা খাটনি করেছি। এই মাসগুলো খুবই কঠিন কেটেছে। যতই চেষ্টা করি না কেন, এই কয়েকদিনে কোনওভাবেই অস্ট্রেলিয়ায় পাওয়া চোট আমি সারাতে পারিনি। রোলাঁ গারোয় নামার জন্য যে পরিমান ফিটনেসের প্রয়োজন, আমার সেই ফিটনেস এখনও নেই। শুধু অংশগ্রহণ করার জন্য রোলাঁ গারোয় নামার মতো ব্যক্তি আমি নই।'
গত বছর কিন্তু রোলাঁ গারোতে দীর্ঘদিনের পায়ের চোট সারিয়ে কোর্টে নেমেছিলেন নাদাল। আর নেমেই বাজিমাত। কাস্পার রুডকে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে ফরাসি ওপেন জেতার কৃতিত্ব নিজের নামে করেছিলেন নাদাল। কিন্তু এবার তেমনটা হচ্ছে না। নাদাল চোট সারিয়ে সম্পূর্ণ ফিরে উঠার লক্ষ্যে নিজের শরীরকে কিছুটা সময় দিতে চান। ফিট হতে তাঁর মাস তিনেক সময় লাগতে পারে বলেই জানান স্প্যানিয়ার্ড। ফলত এ বছরের উইম্বলডনেও নেই নাদাল।
'পরের বছরই সম্ভবত আমার কেরিয়ারের শেষ বছর হতে চলেছে। তাই সেটা উপভোগ করার জন্য আমি আমার শরীরকে যথেষ্ট সময় দিতে চাই। এমনটা যে হবেই, তা আমি নিশ্চিতভাবে বলতে পারব না, তবে আমি এমনটা করাই আমার লক্ষ্য। আমি চাই যে সকল টুর্নামেন্টগুলি গুরুত্বপূর্ণ, সেই টুর্নামেন্টগুলি আরও একবার উপভোগ করব। সকল টুর্নামেন্টে খেতাব জয়ের জন্য লড়াই করতে চাই আমি, যেটা এখন সম্ভব নয়। এখন যদি আমি জোর করে কোর্টে নামি, তাহলে হয়তো সেটা করতে পারব না।'
আরও পড়ুন: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো