নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই সচিব অজয় শিরকে অপসারিত হওয়ায় চরম সমস্যায় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। বিসিসিআই সচিব পদে এখন কেউ না থাকায় ক্রিকেটারদের টাকা দেওয়া যাচ্ছে না। ফলে অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় ও ক্রিকেটারদের নিজেদেরই দৈনিক খরচ জোগাড় করতে হচ্ছে। অনেক ক্রিকেটার বাধ্য হয়ে বাবা-মার কাছে হাত পাতছেন। যতদিন না বিসিসিআই প্রশাসনে সমস্যা মিটবে, ততদিন এভাবেই চলতে হবে ক্রিকেটারদের।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্রাবিড়ের দলের সিরিজ চলছে। ক্রিকেটারদের প্রতিদিন ৬,৮০০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু তাঁরা এখন টাকা পাচ্ছেন না। এ প্রসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের এক সদস্য বলেছেন, ‘আমার কোনওরকমে চালাচ্ছি। হোটেলে বিনামূল্যে প্রাতঃরাশ দেওয়া হয়। এছাড়া ম্যাচের দিন দুপুরের খাবার দিচ্ছে আয়োজক সংস্থা। কিন্তু রাতের খাবার নিয়ে সমস্যা হচ্ছে। মুম্বইয়ে আমাদের এক অভিজাত হোটেলে রাখা হয়েছে। সেখানে একটা স্যান্ডুইচের দাম ১,৫০০ টাকা। তাই সারাদিন খেলার পর ক্লান্তি সত্ত্বেও ক্রিকেটাররা বাইরে খেতে যেতে বাধ্য হচ্ছে।’
ভারতের সিনিয়র দলকে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে না। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া প্রশাসক কমিটি বিরাট কোহলিদের টাকা দেওয়ার জন্য বিসিসিআই সিইও রাহুল জোহরিকে নির্দেশ দিয়েছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের জন্য তেমন কোনও নির্দেশ না আসায় সমস্যা মিটছে না।
বিসিসিআই-এ সংস্কারের ধাক্কা, দৈনিক ভাতা পাচ্ছে না দ্রাবিড়ের অনূর্ধ্ব-১৯ দল
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2017 01:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -