নিউল্যান্ডস: কেপ টাউনে ভারত যেদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস তৈরির সংকল্প নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামল, সেদিনই ৪৯ বছর সম্পূর্ণ করলেন জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
কেপ টাউনে মঙ্গলবার থেকে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্ট ম্যাচ। তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় রয়েছে। কেপ টাউনে যারা জিতবে, সিরিজ তাদের। ভারত জিতলে ইতিহাস তৈরি হবে। কারণ দক্ষিণ আফ্রিকা থেকে কোনওদিন টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল। সেদিক থেকে দেখতে গেলে কেপ টাউনে জেতা মানে কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া।
মঙ্গলবার জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। ম্যাচের ফাঁকে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় জানালেন, এই দিনটির অনুভূতি তাঁর কাছে অদ্ভুত রকমের। জিম্বাবোয়ের প্রাক্তন পেসার পমি বাঙ্গোয়া সাক্ষাৎকার নিয়েছেন দ্রাবিড়ের। সেখানে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে জন্মদিনের অনুভূতি নিয়ে জিজ্ঞেস করেন বাঙ্গোয়া। দ্রাবিড় মজা করে বলেন, 'বয়স বাড়লে জন্মদিনে কীরকম অনুভূতি হওয়া উচিত বোঝা যায় না। শুধু এক বছর বয়স বেড়ে যায়। তবে ভাল লাগে। পরিবারের সদস্য, বন্ধু, ভক্তরা শুভেচ্ছা জানায়। সকলের কাছে আমি কৃতজ্ঞ।'
আরও পড়ুন: করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অনিশ্চিত
এর আগে ভারতীয় দলের কোচ হয়ে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছে। তবে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজে পরীক্ষা দিতে হচ্ছে গুরু দ্রাবিড়কে। এশিয়ার প্রথম দল হিসাবে সেঞ্চুরিয়নে টেস্ট জিতে চলতি সিরিজে ইতিহাস গড়েছে তাঁর প্রশিক্ষণাধীন দল। যদিও জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে ভারতকে। মঙ্গলবার থেকে কেপ টাউনে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচ জিতলে প্রথম ভারতীয় দল হিসাবে দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবেন বিরাট কোহলিরা।
দ্রাবিড় বলেছেন, 'এই পর্যায়ে আলাদা করে কাউকে প্রেরণা দিতে হয় না। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা কোনও টেস্ট ম্যাচের আগে যদি কাউকে আলাদা করে উৎসাহ দিতে হয় তাহলে দলে ভুল ক্রিকেটারদের নেওয়া হয়েছে।'