কলম্বাে: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ৫০ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলে অভিষেক হল ২ তরুণের। কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতেই ডেবিউ ক্যাপ নিলেন ২ জন। শুধু তাইই নয়, প্রশংসাও কুড়িয়ে নিলেন ম্যাচে নামার আগেই।
বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় ২ জনকেই স্বাগত জানাচ্ছেন। সূর্য ও ঈশানকে নিয়ে রাহুলের বার্তা, ‘অসাধারণ একটা প্রাপ্তি ওদের জন্য। দলে ওদের অন্তর্ভূক্তি দারুণ ব্যাপার। ওদের স্বাগত এই পরিবারে। অক্লান্ত পরিশ্রমের ফল এটা। ওদের জন্য এবং ওদের পরিবারের জন্য গর্বের মুহূর্ত। ইশান কিষানের জন্য তো ডাবল সেলিব্রেশন। কারণ ওর আজ আবার জন্মদিন।’ টিম হাডলে দ্রাবিড়কে বলতে শোনা যায় এমনটা।
শিখর ধবনের হাত থেকেই ডেবিউ ক্যাপ নিলেন ইশান কিষাণ। অন্যদিকে সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমারের হাত থেকে ডেবিউ ক্যাপ নিলেন সূর্যকুমার যাদব। ২ জনেই এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে মার্চে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলে অভিষেক করেছিলেন। এরপর আইপিএলেও ধারাবাহিক পারফর্ম করেছিলেন সূর্যকুমার যাদব। ইশানও ভাল পারফর্ম করেছিলেন। তারই পুরস্কার হিসেবে এবার ওয়ান ডে ফর্ম্যাটেও জাতীয় দলে ডাক পেলেন ২ জনই।
এদিকে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার আগেই চোটের জন্য ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস অধিনায়ক এদিন খেলার আগেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান। তিনি থাকলে হয়ত প্রথম একাদশে সুযোগ মিলত না ইশান কিষানের। কিন্তু সঞ্জু ছিটকে যাওয়ায় সুযোগ চলে আসে ঈশানের সামনে। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান ঈশান। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার প্রথম ওয়ান ডে ম্য়াচেও অর্ধশতরানের ইনিংস খেলেন ঝাড়খণ্ডের এই তরুণ।