বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। কিন্তু সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন দ্য ওয়াল। তিনি বলেছেন, খেলাধুলোয় গবেষণার মাধ্যমেই তিনি এই ডিগ্রি অর্জনের চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বেঙ্গালুরুতেই কেটেছে দ্রাবিড়ে শৈশবকাল। এখানেই সেন্ট যোসেফ বয়েস হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। পরে সেন্ট যোজেফ কলেজ অফ কমার্সে স্নাতক স্তরে পড়াশোনার জন্য ভর্তি হন। তিনি এমবিএ কোর্সেও ভর্তি হয়েছিলেন। সেই সময়ই তিনি জাতীয় দলে সুযোগ পান।
ভারতের হয়ে টানা ১৬ বছর খেলার পর ২০১২-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাবিড়। ১৯৯৬-এ তাঁর অভিষেক হয়েছিল। বর্তমানে দ্রাবিড় অনুর্ধ ১৯ দলের কোচ।
বেঙ্গালোর বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারি বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে দ্রাবিড়কে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এর আগে গুলবর্গা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়।
ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রির প্রস্তাব ফেরালেন রাহুল দ্রাবিড়
ABP Ananda, web desk
Updated at:
26 Jan 2017 12:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -