রাহুলের পারফরম্যান্সের অবনতি এসএকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রসাদ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানোর কথা বিবেচনা করা হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে সফল হতে পারেননি রাহুল। ওপেন করতে নেমে দুটি টেস্টে তাঁর রান ছিল ৪৪,৩৮ এবং ১৩, ৬। প্রথম টেস্টে ভালো শুরু করে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন তিনি। পরের টেস্টে শুরুটাও ভালো হয়নি তাঁর। ১২ ইনিংস আগে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ রানের পর আর কোনও ইনিংসে ৫০ বা তার বেশি রান করতে পারেননি রাহুল।
অন্যদিকে, দারুণ ফর্মে রয়েছেন শুভমান। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজেও ভালো খেলেছেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেন তিনি। ভারত ওই ম্যাচ সাত উইকেটে জিতেছে। আর এই পারফরম্যান্সে ভর করে পাঁচদিনের ক্রিকেটের দলে প্রথমবার জায়গা করে নিলেন শুভমন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডের স্পিন বোলিং বিভাগ অপরিবর্তি রয়েছে। দলে রয়েছেন আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। দলে রাখা হয়নি পেসার উমেশ যাদবকে। নির্বাচকরা এক্ষেত্রে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি ও ইশান্ত শর্মার ওপর আস্থা রেখেছেন।
উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্তের সঙ্গে রয়েছেন ঋদ্ধিমান সাহা।
গাঁধী-ম্যান্ডেলা ট্রফির প্রথম টেস্ট শুরু হবে বিশাখাপত্তনমে আগামী ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট শুরু ১০ অক্টোবর, পুনেতে। তৃতীয় টেস্ট হবে রাঁচিতে, ১৯ অক্টোবর থেকে।
ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমন গিল।