নয়াদিল্লি: আজ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের আগে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুল (KL Rahul) না বিরাট কোহলি, কে ওপেন করবেন, সেই নিয়ে বেশ জল্পনা ছিল। তবে সাংবাদিক সম্মলেন ভারতীয় অধিনায়ক রোহিত স্পষ্ট করে দেন যে কোহলি বিকল্পমাত্র। তবে তাঁর সঙ্গে রাহুলই ওপেন করবেন। সঙ্গে সঙ্গে গোটা মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। আর তাড়াহুড়ো করতে গিয়ে এক মারাত্মক ভুল করে বসেন এক টেলিভিশন সঞ্চালক।

ওপেনার রাহুল গাঁধী

তাড়াহুড়ো করতে গিয়েই সম্ভবত সেই সঞ্চালক রাহুল গাঁধীকেই (Rahul Gandhi) ভারতের দলের ওপেনার বানিয়ে দেন। তিনি বলেন, 'ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে বিশ্বকাপে ভারতের হয়ে রাহুল গাঁধী ওপেন করবেন। বিরাট কোহলিকেও কয়েকটা ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে।' বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনওকিছুই কারুর নজর এড়ায়না। এই বিষয়টিও কারুর নজর এড়ায়নি। হু হু করে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। আর ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠে।

রাহুলের অর্ধশতরান

প্রসঙ্গত, মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সঙ্গে রাহুল গাঁধী নয়, কেএল রাহুলই কিন্তু ওপেন করেন। তিনি বহুদিন ধরে আইপিএলে পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির হয়ে মোহালিতে খেলেছেন। তাই মোহালির মাঠ ও পিচ রাহুলের পরিচিতই। তিনি নিজের পরিচিত মাঠে বেশ দারুণ এক ইনিংস খেলেন। ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করেন রাহুল। ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। হার্দিক পাণ্ড্য ৩০ বলে অপরাজিত ৭১ রান করেন ও সূর্যকুমার যাদব করেন ৪৬ রান।

তবে তা সত্ত্বেও ভারতীয় দল ম্যাচ জিততে পারিনি। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেন করতে নামা ক্য়ামেরন গ্রিন অপরাজিত ৬১ রান করেন। ম্যাথু ওয়েড শেষের দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রানের বিধ্বংসী খেলেন। এই দুই ব্যাটারের সুবাদেই চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ৩-১৭ ও উমেশ যাদব ২-২৭ ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি। ভুবনেশ্বর কুমারের ৪ ওভারে ওঠে ৫২ রান।

আরও পড়ুন: অবিশ্বাস্য! বাউন্ডারির বাইরে উড়ে গিয়ে ছক্কা আটকে দিলেন ম্যাক্সওয়েল